July 26, 2016
WB CM directs officials to provide all support to flood-hit districts

West Bengal Chief Minister Mamata Banerjee has taken a stock of the situation in three north Bengal districts, where heavy inundation from rain water has seriously affected the life of common people.
She had directed officials to take necessary steps so that people in the affected districts do not face much trouble and get any and all support from the State Government’s end.
The State Irrigation department had taken several measures, much before the monsoon had set in, to ensure minimum loss of life and property due to inundation by rains. The Irrigation Minister had set a deadline to complete repair work of embankments and the work was undertaken following his direction. He had been visiting all the districts where floods and flood-like situations are common and monitored the work to ensure timely completion of projects.
মুখ্যমন্ত্রী জেলার কর্মকর্তাদের বন্যাদুর্গতদের সব ধরনের সহযোগিতা প্রদান করার নির্দেশ দেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের তিন জেলা যেখানে অতিবৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে সেই সব এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মানুষ যাতে কষ্টের সম্মুখীন না হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁরা যাতে সবরকম সমর্থন পান তার নির্দেশ দিয়েছে।
রাজ্যের সেচ মন্ত্রী রাজীব ব্যানার্জি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সকরার পর জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের নির্দেশ দেন। ভারি বৃষ্টিপাতে তিন জেলা ও সমতলের বহু অংশে সাধারণ মানুষের জীবন ব্যাহত হয়েছে।
সেচ মন্ত্রী বলেন, বিভাগের কর্মকর্তারা পরিস্থিতির ওপর সবসময় নজর রাখছেন। সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন জায়গায় পরিস্থিতির অবনতি হলে তাঁরা সেখানে দ্রুত পৌঁছে যাচ্ছেন।
ইতিমধ্যেই শালকুমার ও বানারহাটের কিছু জায়গায় মেরামতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।জেলা কর্মকর্তাদের সিকিম ও ভুটানের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। সেচ মন্ত্রী আগামী সপ্তাহে এই জেলা সফরে যাবেন।
বর্ষায় ক্ষয়ক্ষতির পরিমান যাতে কম হয় সেজন্য বর্ষা আসার আগে থেকেই বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সেচ দপ্তর। সেচ মন্ত্রী বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন এবং তাঁর নির্দেশনা অনুসারে কাজও হয়েছে। সব বন্যাপ্রবন জেলাগুলি তিনি পরিদর্শন করেছেন যাতে সময়মত সব প্রকল্প সম্পূর্ণ হয়।