Latest News

July 26, 2016

WB CM arrives in Delhi, to visit Parliament Central Hall today

WB CM arrives in Delhi, to visit Parliament Central Hall today

West Bengal Chief Minister Mamata Banerjee arrived in Delhi on Monday evening.

On Tuesday, she will be visiting the Central Hall of the Parliament, where she will be meeting several MPs of different political parties.

She is expected to meet Delhi CM Arvind Kejriwal and other national leaders during her visit.

Incidentally, the West Bengal Chief Minister has written to the Prime Minister on several issues including the problems faced by around four lakh minority community students from Bengal who are facing problems to get registered with the National Scholarship Portal.

 

আজ সংসদের সেন্ট্রাল হল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যেবেলায় দিল্লিতে এসে পৌঁছেছেন।

মঙ্গলবার তিনি সংসদের সেন্ট্রাল হলে যাবেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করবেন। পরে দলের সংসদীয় অফিসেও যাবেন তিনি।

তার এবারের দিল্লি সফরকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ও অন্যান্য জাতীয় নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে সমস্যা হচ্ছে সেকথা জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। রাজ্যের প্রায় ৪ লক্ষ সংখ্যালঘু ছাত্রছাত্রী যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে বৃত্তির আবেদন করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে সেকথা জানিয়ে আগেও অনেকবার চিঠি দেওয়াহয়েছে কেন্দ্রকে।