July 14, 2016
WB CM announces formation of development boards for three more Hill communities

Jubilation erupted among the Kami, Damai and Sarki communities when Chief Minister today announced their respective development boards at Chowrasta in Darjeeling. She made this announcement at a programme organised to celebrate the 202nd birth anniversary of poet, Bhanubhakta Acharya.
Attending the 202nd birth anniversary of poet at Chowrasta in Darjeeling, West Bengal Chief Minister Mamata Banerjee said that Government will hold a cabinet meeting in Darjeeling.
In keeping with the occasion, school children presented a Saraswati Bandana and read the Ramayana paath.
During the occasion, four Sahitya Academy recipients were felicitated by the state government. They included Gupta Pradhan from Darjeeling, Shankhar Pradhan from Bagrakote, Sanjeev Chettri from Kurseong and Shankhar Deo Dhakal from Gangtok.
আরও তিন সম্প্রদায়ের উন্নয়ন পর্ষদ বোর্ড গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর
দার্জিলিঙের চৌরাস্তায় এদিন আরও তিনটি উন্নয়ন পর্ষদ বোর্ড গঠনের কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামি, দমই এবং সরকি উপজাতিদের জন্য তিনটি উন্নয়ন পর্ষদ বোর্ড গঠনের কথা ঘোষণা করার সঙ্গেই সঙ্গেই জয়ধ্বনি পরে যায়। গতকাল কবি ভানু ভক্তের ২০২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন যে দার্জিলিংয়ে একটি মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি।
অনুষ্ঠানে সঙ্গে তাল মিলিয়ে, স্কুলের বাচ্চারা একটি সরস্বতী বন্দনা উপস্থাপন করে।
অনুষ্ঠানে সময় চার সাহিত্য একাডেমী প্রাপকদের রাজ্য সরকার সংবর্ধিত করে। এরা হলেন দার্জিলিঙের গুপ্ত প্রধান, বাগরাকোটের শঙ্কর প্রধান, কার্শিয়াঙের সঞ্জীব ছেত্রী এবং গ্যাংটক থেকে শঙ্কর দেও ছেত্রি।