June 21, 2016
WB CM holds administrative review meeting in Howrah

West Bengal Chief Minister Ms Mamata Banerjee conduct an administrative review meeting at Sarat Sadan in Howrah district today.
Earlier this month she had held the first administrative review meeting of her second term at Jhargram. Prior to that, a state-level meeting was also held at Town Hall in Kolkata.
During her first term, the Chief Minister conducted 105 such meetings across the State where she took stock of the progress of various projects.
She is scheduled to hold a similar meeting in Alipurduar district later this month.
After the Howrah administrative meeting, Mamata Banerjee addressed a press conference, during which held forth on the developmental work being carried out all across the district.
She said that work towards prevention of flood is under progress in Udaynarayanpur. The traffic system is being made more efficient in the city of Howrah. A multi super-speciality hospital is coming up in Uluberia.
The Chief Minister promised that universal electrification will soon be a reality in Howrah district. She also vouched for the generation of a lot of employment opportunities at Belur Shilpa Tirtha. She further said that an amount of Rs 2 lakh will be made available from MPLAD fund for the development of Howrah.
আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
আজ হাওড়ায় দ্বিতীয় দফার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে হাওড়ার শরৎ সদনে এই বৈঠক হবে।
এর আগে চলতি মাসেই পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জঙ্গলমহলের ঝাড়গ্রামে নতুন সরকারের জেলা স্তরের প্রথম প্রশাসনিক বৈঠক করেন। তার আগে কলকাতার টাউন হলে একটি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকও করেন তিনি।
প্রথম দফায়, সমগ্র রাজ্য জুড়ে প্রায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেখানে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে চলতি মাসের শেষে আলিপুরদুয়ার জেলা সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাওড়ার ট্রাফিক ব্যবস্থা আরও ভালো করার কাজ চলছে। উদয়নারায়নপুরের বন্যা প্রতিরোধ করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। উলুবেড়িয়ায় একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, বেলুড়ে শিল্প তীর্থ তৈরি হচ্ছে সেখানে অনেক কর্ম সংস্থান হবে। হাওড়ার উন্নয়নমূলক কাজের জন্য সাংসদ তহবিল থেকে ২ লাখ টাকা দেওয়া হয়েছে। শীঘ্রই হাওড়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন হয়ে যাবে।