Latest News

February 27, 2018

Water supply project to benefit more than 10 lakh people in Purulia

Water supply project to benefit more than 10 lakh people in Purulia

The Bengal Government has taken up a huge project to supply purified drinking water to almost 10 lakh families of Purulia. Japanese organization JICA will provide Rs 960 crore for the project.

The Detailed Project Report regarding the water project was prepared by the State Public Health Engineering department. According to the DPR, water will be taken from Kumari River near Manbazar in Purulia and will be treated to make it consumable.

The water plant will be constructed at Manbazar. After its completion, the plant will produce around 70 lakh million gallons of purified drinking water. The water will be supplied to households through pipelines to almost 10 lakh people in Purulia Municipality area and the Panchayat areas of five other blocks.

In near future around 20 blocks will be connected with pipelined purified drinking water and as a result, the people will avail the service even during the times of draught.

 

পুরুলিয়ায় ১০ লক্ষ পরিবারে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে প্রকল্প গড়বে রাজ্য

পুরুলিয়ায় ১০ লক্ষ মানুষের বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবে রাজ্য সরকার। জাপানি সংস্থা ‘জাইকা’ এই প্রকল্পের জন্য ৯৬০ কোটি টাকা দেবে রাজ্যকে। এর আগেও রাজ্য সরকার জাইকার থেকে ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করেছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করে জাইকার কাছে পাঠায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। ডিপিআরে রয়েছে, পুরুলিয়ার মানবাজারে কুমারী নদী থেকে জল তুলে পরিশোধন করে তা মানুষের পানযোগ্য করা হবে। খরাপ্রবণ এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

মানবাজারেই পরিস্রুত পানীয় জলের প্রকল্প তৈরি হবে। এই প্রকল্প থেকে প্রতিদিন ৭০ লক্ষ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল পাওয়া যাবে। এই পরিস্রুত পানীয় জল পাইপলা঩ইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পুরসভা। পুরুলিয়া পুরসভা এলাকা ও পাঁচটি ব্লকের পঞ্চায়েত এলাকার ১০ লক্ষ মানুষ এই পরিস্রুত পানীয় জল পাবেন।

এর ফলে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশের মানুষ জলের আকাল থেকে মুক্তি পাবেন বলে মনে করেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী। পুরুলিয়ার ২০টি ব্লক কয়েক বছরের মধ্যেই পরিস্রুত পানীয় জল পাবে। খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। এটি রাজ্য সরকারের বড় সাফল্য হতে চলেছে। এমনকী খরার সময়েও পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে জলের অভাব হবে না।