Latest News

March 5, 2016

Water ATM for arsenic-free water for a safer Bengal

Water ATM for arsenic-free water for a safer Bengal

Providing safe drinking water to one and all has been one of the high points of the Chief Mamata Banerjee-led West Bengal Government.

The State government is soon going to implement a pilot project in South 24-Parganas district though which drinking water would be supplied to 110 district schools using solar power. The government is already running a packaged drinking water project whereby bottles branded ‘Prandhara’ are given to people during natural disasters, and supplied to government hospitals at a cheaper price.

Now, another drinking water project has been started, this time for arsenic-affected areas. The pilot has been started in the district of North 24-parganas, in 68 schools, and is in the process of being implemented in 138 more. The project would soon be spread to all such affected areas, and for the general public as well.

An ATM-like machine, whose technical name is ‘Iron Arsenic Removal Treatment Machine,’ (literally ‘ATM’ in short, too) has been set up in each of the schools. Water from tubewells is piped to rooftop tanks from where it comes down to the machines, where it is made arsenic-free through a three-step process. Taps fitted to the machines are used to draw the water out.

To prevent wastage, a maximum of 1 litre can be drawn at a time. The machines can store 500 to 1000 litres of arsenic-free water at a time.

In the first step, the project is being implemented in Madhyamik and Higher Secondary schools. Later the machines would be set up in primary schools and anganwadi centres too.

 

পরিশ্রুত জলের জন্য বাংলার বিভিন্ন প্রান্তে বসল জলের এটিএম

স্কুলের ছাত্রছাত্রীরা যাতে পরিশ্রুত পানীয় জল পান করতে পারে সেজন্য রাজ্য সরকার এক অভিনব উদ্যোগ নিয়েছে। স্কুলে ‘আয়রন আর্সেনিক রিমুভাল ট্রিটমেন্ট মেশিন” বা এটিএম বসাচ্ছে রাজ্য সরকার।

টিউবওয়েল থেকে পাইপের সাহায্যে স্কুলের ছাদে জল নিয়ে গিয়ে একটি ২০০০ লিটার ট্যাঙ্কে মজুত রাখা হচ্ছে। এবং এই ট্যাঙ্ক থেকে পাইপের সাহায্যে জল আসছে এটিএমে। তিনটি ধাপে জল পরিশোধিত করে মেশিনের মধ্যেই ৫০০ থেকে ১০০০ লিটার জল রিজার্ভ রাখা হচ্ছে। ছাত্রছাত্রীরা মেশিন টিপলেই জল পাবে।

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার মোট ১৩৮টি স্কুলে এই মেশিন বসানোর কাজ চলছে। মূলত আর্সেনিক প্রবণ এলাকাগুলিতেই এই মেশিন বসানো হচ্ছে। এর মধ্যে উত্তর ২৪ পরগণা আর্সেনিক প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।

বনগাঁ, বাগদা, হাবড়া, সন্দেশখালি, গাইঘাটাসহ জেলার বিভিন্ন ব্লকের ৬৮টি স্কুলে এটিএম বসানো হয়েছে।

প্রথম ধাপে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে এই মেশিন বসানো হয়েছে, আগামিদিনে প্রাইমারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও এই মেশিন বসানো হবে।

আগামিদিনে এই জলের মেশিন সাধারণের জন্যও আনার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।