অক্টোবর ১৮, ২০১৯
রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীর ‘ভিশন ১০ ও ২০’

রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং নাগরিক পরিষেবার ভবিষ্যৎপন্থা নির্ধারণে ‘ভিশন-১০ ও ২০’র পরিকল্পনা গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। আগামী ১০ বছর পরে পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, নিকাশী, খাদ্য সরবরাহ সহ নানা ক্ষেত্রে চাহিদার পরিমাণ কী হতে পারে, তার আগাম পরিকল্পনাই হচ্ছে ভিশন-১০। একইভাবে আগামী ২০ বছরের কর্মপন্থা নির্ধারণের জন্য তৈরী হচ্ছে ভিশন-২০। স্টেট ব্যাঙ্কোয়েট হল আলিপুরের ‘সৌজন্য’ ভবনে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে ভিশন-১০ ও ২০’র পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের গোড়া থেকেই ভিশন-১০ ও ২০’র পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। তিনি বলেন, রেল মন্ত্রকের দায়িত্বে থাকার সময় ভিশন-২০২০’র পরিকল্পনা নিয়েছিলাম। বেসরকারিকরণ বাদে সেই অনুযায়ীই এতদিন রেলের সব কাজ হচ্ছে। এবার রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক পরিষেবাকে আরও গতিময় করতে ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছি। ১০ ও ২০ বছর বাদে জনসংখ্যার ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, কী কী ব্যবস্থা গ্রহণ করলে ভালো হয়, তার আগাম রূপরেখা তৈরীই এর মূল উদ্দেশ্য।
মুখ্যমন্ত্রীর আরও বলেন, ১০ ও ২০ বছর পর ঠিক কী কী কাজ শেষ হলে, সাধারণ মানুষের পরিষেবা প্রদানে সুবিধা হবে, তা জানা দরকার। এই প্রসঙ্গে টালা ব্রিজের উদাহরণ দিয়ে মমতা বলেন, ব্রিজ তৈরীর সময় যদি জানা থাকত, এটা কতদিন ঠিক কতটা বহন ক্ষমতায় থাকবে, তাহলে আগাম ব্যবস্থা নেওয়া যেত। তা জানার কোনও সুযোগই ছিল না। ভবিষ্যতে যাতে এরকম কোনও কাজ সম্পূর্ণ করতে বিঘ্ন না ঘটে, তার জন্যই আগাম পরিকল্পনা করা হচ্ছে।
সৌজন্যেঃ বর্তমান