সেপ্টেম্বর ১৬, ২০১৯
ফিনটেক হাবে স্টার্ট আপদের জন্য ভার্টিকাল সিটি

নিউ টাউনে ফিনটেক হাবে হিডকো তৈরী করছে ভার্টিকাল সিটি। এই বহুতল টাওয়ারে ফিনটেক স্টার্ট আপদের জন্য জায়গা দেওয়া হবে। এর ফলে, এখানে এমন এক ‘ইকোসিস্টেম’ তৈরী হবে যা বাণিজ্যের পক্ষে লাভবান হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলা দেশে এক নম্বর স্থানে পৌঁছক। সেই লক্ষ্যে, তিনি গত বছর ফিনটেক হাবের উদ্বোধন করেন। এখন পর্যন্ত ব্যাঙ্কিং ও নন ব্যাঙ্কিং মিলিয়ে ২৫ টি অর্থনৈতিক সংস্থা এই হাবে জায়গা নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য – স্টেট ব্যাঙ্ক ইন্সটিটিউট অফ লিডারশিপ, ন্যাশানাল ইন্স্যুরেন্স কর্পোরেশন, ন্যাশানাল গ্রীন ট্রাইব্যুনাল অ্যান্ড ইনকাম ট্যাক্স অ্যাপ্লিট ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ম্যাকিন্সে গ্লোবাল ইন্সটিটিউটের রিপোর্ট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কলকাতা বিশ্ব বাণিজ্যিক কার্যকলাপের সেরা তিনটি মেট্রো শহরের একটি হতে চলেছে। তাই রাজ্য সরকারও এই লক্ষ্যে কোনও ত্রুটি রাখতে চায় না।