সাম্প্রতিক খবর

অগাস্ট ১৯, ২০১৮

রাজ্যের সামাজিক প্রকল্পের অগ্রগতিতে খুশি ইউনিসেফ

রাজ্যের সামাজিক প্রকল্পের অগ্রগতিতে খুশি ইউনিসেফ

রাজ্যের সামাজিক প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন ইউনিসেফের প্রতিনিধি। গত ১৩ই আগস্ট ইউনিসেফের কান্ট্রিহেড ইয়াসমিনা আলিহক কুলপি ব্লক হাসপাতাল, করঞ্জলি গার্লস স্কুল ও এলাকার একটি গ্রামে যান। তিনি সরাসরি প্রসূতি মা, কন্যাশ্রী প্রাপক ছাত্রী ও গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন। উপভোক্তাদের সঙ্গে কথা বলে পরিষেবা ঠিকঠাক পৌঁছচ্ছে কি না তিনি জেনে নেন। সব কিছু শোনার পর তিনি রাজ্যের কাজে তিনি খুশি বলে জানান সংবাদ মাধ্যমকে।

এদিন প্রথমেই কুলপি হাসপাতালে আসেন ইউনিসেফ হেড। হাসপাতালের প্রসূতি মায়েদের সঙ্গে কথা বলেন। তারা সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কি না, সে কথা তিনি তাদের জিজ্ঞাসা করেন। হাসপাতালের ব্লক মেডিক্যাল অফিসারের থেকে প্রাতিষ্ঠানিক প্রসবের পরিসংখ্যান জেনে নেন তিনি।

এরপর ইউনিসেফ হেড চলে যান স্থানীয় করঞ্জলি গার্লস স্কুলে। স্কুলের কন্যাশ্রী প্রাপক ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। স্কুলের কন্যাশ্রী ক্লাব কীভাবে চলছে, কী ধরনের পরিকল্পনা নিয়ে ক্লাব চলছে, তাও জেনে নেন তিনি। এরপর তিনি পাশের গ্রামে চলে যান। কম বয়সের মেয়েদের বিয়ে না দেওয়ার জন্য আবেদন করেন।

এদিন ইয়াসমিনা আলিহক বলেন, ‘‌হাসপাতাল, স্কুল, গ্রাম ঘুরে দেখলাম। প্রাতিষ্ঠানিক প্রসব, কন্যাশ্রী প্রাপকদের সঙ্গে কথা বললাম। সামাজিক প্রকল্প নিয়ে সকলেই খুশি দেখলাম। সরকারি আধিকারিকদের ভূমিকাও প্রশংসনীয়।’‌