March 7, 2016
Under the Trinamool Congress Govt, WB’s financial health has improved by leaps and bounds

Under the Trinamool Congress Government, led by Chief Minister Ms Mamata Banerjee, West Bengal’s financial health has improved by leaps and bounds. The State’s performance has overtaken that of the country’s on several parameters.
The National Award for E-Governance for 2014-2015 was a huge boost for the State, the fact that it has been recognised among the best in the country in financial administration.
This impetus to e-governance has resulted in higher revenue generation, which has in turn resulted in more resources for development. The State’s Own Source Revenue (OSR) has increased from Rs 65,574.2 crore, as on March 31, 2011 to Rs 1.33 lakh crore, as on March 31, 2015.
The higher tax compliance in general (including as a result of e-governance) has, consequently, made available a higher amount for expenditure. The expenditure pattern has also improved.
The State Plan Expenditure per annum increased from Rs 14,165 crore, as on March 31, 2011 to Rs 44,074 lakh crore, as on March 31, 2015. In the same time period, expenditures under other heads also saw massive leaps: Capital Expenditure increased from Rs 2225.75 crore to Rs 13,375.01 crore, expenditure on Social Infrastructure rose from Rs 6846 crore to Rs 27,453 crore, on Agri, Agri-allied and Rural Development, from Rs 3029 crore to Rs 15,190 crore, and on Physical Infrastructure, from Rs 1759 crore to Rs 5807 crore.
With respect to fiscal indicators, the performances of all major ones have been much better than those for India. In 2014-15, Gross Value-Added (GVA) growth of West Bengal was 10.48% against 7.5% for India, increase in per capita income was 12.84%, against 6.1%, increase in industry was 8.34%, against 5.6%, increase in agriculture, forestry and fishery was 6.49%, against 1.1%.
Conclusion
These achievements are in stark contrast to the decades of Left Front misrule, when the State’s economy was in the doldrums. Now, West Bengal is economically growing much faster than many States, and has overtaken the country’s growth on many parameters as well.
তৃণমূল জমানায় ঘুড়ে দাঁড়াল বাংলার অর্থনীতি
তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। ই-গভর্ন্যান্স এর জন্য ২০৪-২০১৫ সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল রাজ্য। অর্থনৈতিক ব্যবস্থায় দেশের মধ্যে অন্যতম সেরা হিসেবে গণ্য হয়েছে এই রাজ্য।
সাধারণভাবে উচ্চকর সম্মতিতে অর্থব্যয়ের নিরিখ ও বেড়ে গেছে। ব্যয়ের পরিকাঠামো আরও উন্নত হয়েছে।
২০১০-১১ সালে মূলধনী ব্যয় যেখানে ছিল ২,২২৫.৭৫ কোটি টাকা এই ৫ বছরে তা প্রায় ৬ গুন বৃদ্ধি পেয়ে ২০১৫-১৬ সালে ১৫,৯৪৬.৯ কোটি টাকা হয়েছে। যেখানে ২০১০-১১ সালে পরিকল্পিত ব্যয় ছিল ১৪,১৬৫.১৬ কোটি টাকা, ২০১৫-১৬ সালে পরিকল্পিত ব্যয় ৩ গুন বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৯,৯৬৫.৫৪ কোটি টাকা।
২০১৪-১৫ সালে পশ্চিমবঙ্গের GVA বৃদ্ধির হার ছিল ১২.৪৮% যখন সর্বভারতীয় ক্ষেত্রে বৃদ্ধির হার ৭.৫%। GVA-র হিসেব অনুযায়ী কৃষি ও অনুসারী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার ১.১%। শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার ১০.৫৯% যেখানে সর্বভারতীয় ক্ষেত্রে বৃদ্ধির হার ৭.৩%। পরিষেবা ক্ষেত্রেও ভারতের বৃদ্ধির হার যেখানে ৯.২% সেখানে বাংলার হার ১৩.৯৯%। প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে আছে বাংলা।
বাম শাসনকালে যখন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ মনমরা হয়ে ছিল এই সরকার আসার পর তা বিপরীত রূপ নিয়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এখন অর্থনৈতিক ভাবে অনেক এগিয়ে রয়েছে।