Latest News

February 17, 2017

Turning Bengal around is our determination, dedication and devotion: Mamata Banerjee

Turning Bengal around is our determination, dedication and devotion: Mamata Banerjee

Speaking at the inauguration of a pumping booster station at Harish Park in Kolkata, Bengal Chief Minister said that Bengal will turn around. “It is our determination, dedication and devotion,” she said.

The CM said that those who were in power earlier did not do any work and now they are giving lectures. “We have inherited a huge debt burden from the previous govt. Despite financial constraints, we are constantly working for people. We have initiated social welfare schemes like Kanyashree, Sikkha Shree, Sabuj Shree, Yuvashree”.

She added, “Students are getting books, uniforms, shoes for free. We are distributing cycles to students of Class IX-XII. We have improved the infrastructure of govt hospitals. Healthcare is free at govt hospitals. Eight crore people in the State are receiving rice at Rs 2/kilo under Khadya Sathi”.

“When we came to power institutional delivery was 65%. The figure has risen to 90% now. Infant mortality rate has decreased from 32 to 26 in the last five years. We have set up SNCUs, HDUs, SNSUs, Mother & Child Hubs across districts. We started a breast milk bank,” the Chief Minister said.

Mamata Banerjee said that earlier everyone used to say ‘Bengal is finished’. Now people praise the huge progress in the State. She urged the Opposition not to indulge in destructive politics but participate in constructive development.

“CPI(M) is a lost case. Congress should focus on Delhi first. BJP should set its house in order,” she said.

She also came down heavily on demonetisation. “We work for the people. The BJP cannot intimidate anybody by misusing the agencies,” Mamata Banerjee said.

 

 

বাংলাকে ঘুরে দাঁড় করানোই আমাদের ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড ডিভোশনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

হরিশ পার্কে বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ঘুরে দাঁড়াবেই। তিনি বলেন, ‘এটা আমদের ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড ডিভোশন’।

মুখ্যমন্ত্রীর বলেন, “যারা আগে ক্ষমতায় ছিলেন তখন তারা মানুষের জন্য কোনও কাজ করেননি, এখন শুধু ভাষণ দিচ্ছেন। আগের সরকারের বিপুল ঋণের বোঝা আমরা বহন করছি। অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী এইসব উন্নয়নমূলক প্রকল্প চালু করেছি”।

 তিনি আরও বলেন, “ছাত্রছাত্রীরা এখন বিনামূল্যে বই, ইউনিফর্ম, জুতো পাচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দিচ্ছে রাজ্য সরকার। সরকারি হাসপাতাল গুলির পরিকাঠামো আরও উন্নত করা হয়েছে, সরকারি হাসপাতালে আজ বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাচ্ছে। রাজ্যের ৮ কোটি মানুষ এখন ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন”।  

মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ইন্সটিটিউশনাল ডেলিভারি ছিল ৬৫% এখন তা বেড়ে হয়েছে ৯০%। গত ৫ বছরে শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে হয়েছে ২৬। এসএনসিইউ, এইচডিইউ, এসএনএসইউ, মাদার ও চাইল্ড হাব তৈরি করা হয়েছে। মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে”।  

আগে প্রত্যেকে বলত বাংলা শেষ হয়ে গেছে। এখন মানুষ বাংলার উন্নতি ও প্রগতির প্রশংসা করে। তিনি বিরোধীদের আবেদন করেন ধ্বংসাত্মক রাজনীতি না করে কনস্ট্রাকটিভ উন্নয়নে অংশগ্রহণ করুন।

 তিনি বলেন, “সিপিআই(এম) শেষ হয়ে গেছে। কংগ্রেসের উচিত দিল্লির প্রতি নজর দেওয়া। বিজেপি আগে নিজের ঘর সামলাক”।  

নোট বাতিল প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারছে না, বিজেপি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে কাউকেই ভয় দেখাতে পারবে না”।