Latest News

July 18, 2016

Trinamool workers have to stand by the people: Abhishek Banerjee

Trinamool workers have to stand by the people: Abhishek Banerjee

With the 21e July Sahid Dibas this week itself, Trinamool Youth Congress President and Lok Sabha MP Abhishek Banerjee is travelling far and wide to energise the workers and supporters of various districts.

While addressing a mammoth gathering at Kakdwip in South 24 Prgs, Abhishek Banerjee sounded the bugle call for the upcoming 21e July Sahid Dibas rally at Esplanade. He also categorically sent out a message to the workers that the primary work for them is development and only development to grow on the faith that people have reposed on Mamata Banerjee in the recent elections.

Abishek Banerjee sent out a clear message that the workers will not pay heed to the slander of the opposition and continue the work of development that is being led by Mamata Banerjee. He also made encouraged the young and old to mark their presence at Esplanade on 21st of July to honor the martyrs of the historic 21st July andolan.

Attacking the opposition Abishek Banejee mentioned that the CPI(M) have vanished from Bengal and could not be spotted even through binoculars, he also attacked the unholy alliance of the CPI(M) and Congress by saying that none of the two parties could stand alone in Bengal and hence took on the support of another only for their existence and to grab power. Despite their desperate attempt, the people of Bengal have decisively rejected their unholy ideology-less alliance through the ballot box in the recent assembly elections and have reposed their trust and faith in Mamata Banerjee and her mantra of development, peace and progress.

 

তৃণমূল কর্মীদের মানুষের পাশে থাকতে হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আসন্ন ২১শে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা যুবর উদ্যোগে কাকদ্বীপ-সুন্দরবন মহাবিদ্যালয়ের মাঠে একটি জনসভা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন উন্নয়নই তাদের মূলমন্ত্র।

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসকর্মীরা এমন কোনও আচরণ করবেন না যাতে সাধারণ মানুষ ভুল বোঝেন। দুর্নীতিগ্রস্ত ও তোলাবাজদের দলে কোনও জায়গা নেই। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন ত্যাগ করে এসেছেন। সততার সঙ্গে কখনও আপস করেননি।’

এদিন অভিষেক বলেন, ‘১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জির ডাকে সি পি এমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৩ জন কর্মী শহিদ হয়েছিলেন।আগামী ১০০ বছরও ভারতের রাজনৈতিক আন্দোলনে ২১ শে জুলাই চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ ২১ জুলাইয়ের অর্থ ত্যাগ, পরিশ্রম ও জয় করা।’

বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, “সিপিএম এখন বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সিপিএম ও কংগ্রেসের অনৈতিক জোটকেও এদিন তিনি আক্রমণ করে বলেন কংগ্রেস নিজেদের কর্মী–সমর্থকদের রক্তে ভেজা পতাকাটা সি পি এমের কাছে বিক্রি করে দিয়েছে। বিরোধীদের এত কুৎসা অপপ্রচার সত্ত্বেও বিধান সভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সাধারণ মানুষের বিশ্বাস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার কাজের ওপর”।