সাম্প্রতিক খবর

জুন ৪, ২০১৯

রাজ্যজুড়ে বাংলার সংস্কৃতির প্রচার করবে তৃণমূল

রাজ্যজুড়ে বাংলার সংস্কৃতির প্রচার করবে তৃণমূল

আজ নবান্নে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের সাথে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ফল নিয়ে পর্যালোচনা হয় এই বৈঠকে।

বৈঠকের পর তিনি জানান যে বাংলার মনিষীদের নিয়ে, বাংলার সংস্কৃতির ওপর জোর দিতে প্রচারে নামবে তৃণমূল।

ওনার বক্তব্যের কিছু অংশ:

বাংলার সংস্কৃতি আমাদের গর্ব। বাংলার সংস্কৃতির ওপর আমাদের প্রচার চলবে বাংলার মনিষীদের নিয়ে। আমরা আমাদের দল থেকে করব। জাতীয় নেতা, যারা বাংলাকে কেন্দ্র করে স্বাধীনতা আন্দোলনে অনেকটা সময় কাটিয়েছেন – মহাত্মা গান্ধী, নেতাজী, ভগৎ সিং, আম্বেদকর, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, মাতঙ্গিনী, ক্ষুদিরাম, বিরসা মুন্ডা এবং অন্যান্যরা – পুরো একটা দল নিয়ে আমরা প্রচার করব। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব।

বিদ্যাসাগরের যে মূর্তি ভাঙা হয়েছে তার বদলে আগামী ১১ই জুন একটা প্রতীকী মূর্তি বসানো হবে। এবং একটি ব্রোঞ্জ মূর্তি করতে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি ইতিমধ্যেই তৈরী হয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বসবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আশুতোষ মুখোপাধ্যায়ের একটা মূর্তি বসানো হবে।

বিদ্যাসাগর কলেজের উন্নয়ন আমরা করব। সংগ্রহশালাও আমরা তৈরী করব। এছাড়া বিদ্যাসাগরের ২০০ বছর পালনের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি গঠন হয়েছে, তারা কাজ করছে। আমি ঘাটালে ওনার জন্মস্থানেও যাব।

প্রত্যেক রাজ্যের একটি চরিত্র থাকে, ভাষা থাকে। আঞ্চলিক ভাষা আমাদের অগ্রাধিকার। আমাদের ভাষা বাছাই করার স্বাধীনতা থাকা উচিৎ। যে যে ভাষায় কথা বলে, তাকে সেই ভাষায় কথা বলতে দেওয়া উচিৎ। সব ব্যাপারে বিনা কারণে নাক গলানো ঠিক না। কেউ সব নিয়ন্ত্রণ করতে পারে না।