নভেম্বর ২৮, ২০১৯
বাংলার উপনির্বাচনে সবুজ ঝড়

কালিয়াগঞ্জ, খড়গপুর ও করিমপুরের বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচনে জয়ের ধারা বজায় রাখল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই তিনটি আসনের মধ্যে করিমপুর আসনটি তৃণমূলের ছিল; মহুয়া মৈত্র লোকসভায় নির্বাচিত হওয়ার পরে পদত্যাগ করেছিলেন।
কালিয়াগঞ্জে তৃণমূলের প্রার্থী তপন দেব সিংহ ২,৩০৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, এই কেন্দ্রে বিজেপি লিড পেয়েছিল ৫৬,০০০ এরও বেশি ভোটের।
বিজেপি রাজ্য সভাপতির ছেড়ে যাওয়া আসন খড়গপুর সদরে ২০,৭৮৮ ভোটের ব্যবধানে জিতেছে তৃণমূল। লোকসভা নির্বাচনে এই আসনে প্রায় ৪৫,০০০ ভোটার লিড ছিল বিজেপির।
করিমপুরে ২৪,১১৯ ভোটের ব্যবধানে জিতেছে তৃণমূল।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়কে জনগণের জয় বলে অভিহিত করেছেন। তিনি বলেছিলেন, জনগণ বিজেপির ঔদ্ধত্যকে প্রত্যাখ্যান করেছে।