Latest News

February 7, 2017

Parliament: Trinamool raises the issue of threats by BJP functionaries in Bengal

Parliament: Trinamool raises the issue of threats by BJP functionaries in Bengal

Trinamool Congress today raised the issue of threats to Trinamool leaders by BJP functionaries in Bengal.

In Lok Sabha, Chief Whip of the party, Kalyan Banerjee raised the issue during Zero Hour. He said: “How can BJP and Narendra Modi misuse the CBI for political vendetta? We are protesting strongly.”

Leader of AITC Parliamentary Party in Rajya Sabha, Derek O’Brien informed the House that  Trinamool leaders are being threatened by BJP leaders in Bengal.

“In a democracy this is not done. There are open threats by BJP functionaries in Bengal. In a democracy, agencies are controlled by the government not by a party”, he said.

He lodged his protest in strongest terms and the party MPs staged a walkout from Rajya Sabha.

 

বিজেপি নেতাদের দেওয়া হুমকি নিয়ে সংসদে প্রতিবাদ তৃণমূলের

গতকাল কলকাতার এক জনসভায় যেভাবে বিজেপির কিছু নেতা তৃণমূলকে হুমকি দিয়েছে তার প্রতিবাদে আজ দলের সাংসদরা সরব হন সংসদে।

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিরো আওয়ারে বলেন, “বিজেপি এবং নরেন্দ্র মোদী সিবিআইকে তাদের রাজনৈতিক প্রতিহিংসার জন্য অপব্যাবহার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।”

রাজ্যসভায় তৃণমূলের পরিষদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “বাংলায় বিজেপি নেতারা তৃণমূল নেতাদের হুমকি দিচ্ছে। গণতন্ত্রে এহেন আচরণ কাম্য নয়। যেকোনো গণতন্ত্রে কেন্দ্রীয় সংস্থাকে নিয়ন্ত্রণ করে সরকার, কোনও দল নয়।”

তিনি এর তীব্র প্রতিবাদ করেন এবং তৃণমূলের সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।