জুলাই ৮, ২০১৯
৪২ রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নীকরণের প্রতিবাদ তৃণমূল সাংসদদের

সংসদে গান্ধীমূর্তির পাদদেশে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সাংসদরা। এবার সাধারণ বাজেটে যেভাবে বিলগ্নীকরণের দিকে সরকার ঝুঁকেছে, তা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির জন্য আখেরে ক্ষতিকর বলেই মনে করছেন তৃণমূলের সাংসদরা। সেই কারণে এদিন ‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’ স্লোগান তুলে গান্ধীমূর্তির সামনে প্রদর্শন করেন তারা। পাশাপাশি একই স্লোগান তুলে রাজ্যসভার কক্ষও ত্যাগ করেন ঘাসফুলের সাংসদরা।
রেল থেকে শুরু করে সংবাদমাধ্যম। সবেতেই বিদেশি মুদ্রা বিনিয়োগের পথ আরও মসৃণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবারের বাজেটে অন্তত সেটুকু পরিষ্কার করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একই সঙ্গে ৪২টি রাষ্ট্রায়ত্ত সংস্থাতেও সরাসরি বিলগ্নীকরণের রাস্তা খোলা রাখা হয়েছে। যা সরকারি সংস্থাগুলিকে আরও বিপদের মুখে ঠেলে দেবে বলে মনে করছেন তৃণমূলের সাংসদরা। সেই কারণে এদিন ‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’ স্লোগান তুলে ধর্না দেখান তৃণমূল সাংসদরা। উপস্থিত ছিলেন উভয় কক্ষের সাংসদরাই।
এই নিয়ে সোমবারই রাজ্যসভার জিরো আওয়ারে নোটিস দেন তৃণমূলের সাংসদ দোলা সেন। সভাপতি এই নোটিস খারিজ করায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন সাংসদরা। অন্যদিকে, এই ইস্যুতে লোকসভায় কেন্দ্রের সমালোচনা করেন দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।