সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১২, ২০১৯

এনআরসি করার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের

এনআরসি করার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের

অসমের মতো বাংলাতেও এনআরসি চালু করার যে ষড়যন্ত্র করছে বিজেপি, তার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার (৭ ও ৮ ই সেপ্টেম্বর) রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় সমস্ত ব্লকেই এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলগুলো থেকে এনআরসির বিরুদ্ধে তীব্র আওয়াজ উঠে। এনআরসির বিরোধিতায় তৃণমূলের এই মিছিলে বহু আমজনতা সামিল হন।

উল্লেখ্য, অসমে এনআরসি নিয়ে প্রথম থেকেই বিরোধিতার সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের পর আজ ১২ই সেপ্টেম্বর কলকাতায় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়।