সাম্প্রতিক খবর

নভেম্বর ২২, ২০১৯

সংসদে বিজেপির সাংসদের মিথ্যাচারের বিরুদ্ধে সরব তৃণমূল

সংসদে বিজেপির সাংসদের মিথ্যাচারের বিরুদ্ধে সরব তৃণমূল

সংসদকে বিভ্রান্ত করতে বাংলার বিজেপি সাংসদরা লোকসভায় যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন, আজ তার বিরোধীতা করেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল।

তিনি বলেন, আমি সংসদের রেকর্ডে নথিভুক্ত করতে চাই যে বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা এখানে যে বক্তব্য রাখছেন আমি তার সঙ্গে সম্মত নই এবং তা সম্পূর্ণ মিথ্যা।

সংসদকে বিভ্রান্ত করতে বাংলার বিজেপি সাংসদদের মিথ্যাচারের ঘটনা নতুন কিছু ন। গতকালও তারা বেশকিছু ভিত্তিহীন দাবী করেন যা পরে সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়া হয়।

যদিও রেকর্ড থেকে এই মিথ্যে দাবি বাদ যায়, বিজেপি দল সাংসদদের ঐ বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দে। এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে তারা।

বাংলার বিজেপি সাংসদদের এই মিথ্যাচার সম্পর্কে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষকে একটি চিঠি লিখেছেন বলে জানা গেছে। দলের বাকি সাংসদরায় এই চিঠিতে স্বাক্ষর করেছেন। আজ সেই চিঠি অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়। তাকে অনুরোধ করা হয় এ বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে।

আগামী সোমবার তৃণমূল এই ইস্যু নিয়ে সংসদে সরব হবে।