জুলাই ৩০, ২০১৯
উত্তরপ্রদেশে চলতে থাকা নৃশংসতার বিরুদ্ধে সংসদে তৃণমূলের ধর্না

আজ সংসদে গান্ধী মূর্তির কাছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং সমাজবাদী পার্টির সাংসদরা ধর্না দেন।কয়েকদিন আগে উত্তরপ্রদেশের উন্নাওতে ধর্ষিতার ওপর আক্রমণ এবং আমেঠিতে প্রাক্তন সেনা ক্যাপ্টেনকে পিটিয়ে হত্যা – এই দুটি অপ্রীতিকর ঘটনার প্রতিবাদেই ছিল আজকের ধর্না।ধর্ষিতা যখন গাড়ি করে যাচ্ছিলেন, একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে সেই গাড়িটিকে ধাক্কা মারে। এই ঘটনায় ধর্ষিতার দুই আত্মীয় প্রাণ হারান ও ধর্ষিতা গুরুতরভাবে আহত হন। অপরদিকে আমেঠিতে প্রাক্তন সেনা ক্যাপ্টেন যখন কয়েকজনকে দোকান থেকে চুরি করতে বাধা দেয়, তখন তাঁকে পিটিয়ে হত্যা করা হয়।সাংসদরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান, তাতে লেখা ছিল, ভারতবর্ষ আজ লজ্জিত, আমাদের প্রাক্তন বীর সেনার কি এটাই প্রাপ্য? ইত্যাদি।এই ধরণের ঘটনা বারবার প্রমাণ করে দিচ্ছে গত পাঁচ বছরে বিজেপির শাসনকালে মানুষ কতটা হতাশ।