July 23, 2016
Trinamool MPs delegation meet Dalit victims at Rajkot Hospital, now proceeding to Una
Trinamool’s Parliamentary delegation spent 90 minutes at Rajkot Civil Hospital listening to the heart-wrenching stories first-hand from four Dalit men who were mercilessly beaten on 11 July.
“Speaking about it in Parliament is one thing, hearing the stories directly from these hapless victims of organised crime is another,” said Derek O’Brien, the party’s Parliamentary Party leader in the Rajya Sabha while leaving the hospital en route to Una.
The delegation also met eight others who attempted suicide by consuming poisonous substances. Hundreds of other Dalit community members were also present. They told members of the delegation that they are deeply concerned about “Dalit safety and security in the country”.
রাজকোটে পীড়িত দলিতদের সাথে দেখা করে উনার পথে তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল
রাজকোটে নিপীড়িত দলিতদের সাথে দেখা করে উনার পথে তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল। ১১ই জুলাইয়ে নির্যাতিত দলিতদের সাথে সাক্ষা९ করল তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল। রাজকোট সিভিল হাসপাতালে তারা ৯০ মিনিট সময় কাটান। তাদের মুখে বিস্তারিতভাবে শোনেন সেই নির্মম অত্যাচারের কথা।
তৃণমূলের রাজ্য সভার সংসদীয় দলের নেতা ডেরেক ও’ ব্রায়েন জানান, “সংসদে এই ঘটনা নিয়ে কথা বলা আর অসহায় নিপীড়িতদের মুখে তাদের ওপর হওয়া সংগঠিত অপরাধের কথা শোনায় আকাশপাতাল তফা९”।
যে আটজন দলিত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাদের সঙ্গেও দেখা করে এই প্রতিনিধিদল। সেই সময় উপস্থিত ছিল দলিত সম্প্রদায়ের আরও শতাধিক সদস্য। তারা জানান যে “দলিত নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার” বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন।