ফেব্রুয়ারি ৬, ২০১৯
চোর ডাকাতদের জায়গা তৃণমূলে নেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়
“চোর ডাকাতদের জায়গা তৃণমূলে নেই।” এভাবেই নাম না করে বিষ্ণুপুরের দলত্যাগী সাংসদকে বিঁধলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়ার ওন্দায় দলের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জাতে মাতাল তালে ঠিক’ বুঝতে পেরেছিল এবার সে তৃণমূলের টিকিট পাবেনা। তাই দল বদল করেছে। সৌমিত্রকে ‘ফেসবুকের নেতা’ দাবি করে তিনি বলেন, জানুয়ারীর ৮তারিখ ঘোষণা করেছিল পুলিশের অফিস ঘেরাও করবে। আজ ফেব্রুয়ারীর ছ’তারিখ হলেও তার দেখা নেই।
তিনি বলেন, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। একই সঙ্গে তাকে দিল্লীতে বসে ‘প্রাক্তন সাংসদের প্যাড’ ছাপানোর পরামর্শও দেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তার ভাষণে বার বার বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, ২০১৪ সালে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ্ দের দেওয়া প্রতিশ্রুতি কোথায় গেল! কোথায় দু’কোটি বেকারের চাকরী আর প্রত্যেক ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনের লক্ষ টাকা।
বাংলার সঙ্গে কেন্দ্র সরকার ‘বিমাতৃসুলভ’ আচরণ করছে অভিযোগ তুলে তিনি বলেন, সম্প্রতি পেশ হওয়া বাজেটে বাংলা কি পেল। ক’টা নতুন ট্রেন পেল। আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে রেল মন্ত্রী থাকার সময় বাংলা কি পেয়েছিল তার তুলনা করার কথাও তিনি বলেন।
সম্প্রতি গ্যাসের দাম কমা প্রসঙ্গে অভিষেক দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী গণ আন্দোলনের কারণেই গ্যাসের দাম কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে সরকার প্রতিষ্ঠিত হলে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক স্বচ্ছ এক সরকার মানুষ উপহার পাবেন বলেও তিনি দাবি করেন।
এদিনের বক্তব্যে অভিষেক বলেন, ইডি আর সিবিআই এর ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবেনা। এদিনের সভা মঞ্চ থেকে বিজেপিকে দেশ থেকে হটানোর ডাকও দেন তিনি।