Latest News

March 28, 2016

Tribal Development: New opportunities for livelihood

Tribal Development: New opportunities for livelihood

In 2013, Mamata Banerjee led Trinamool Government set up a Tribal Development Department with a view to satisfy the needs and aspirations of the tribals and address tribal developmental issues in a focused manner.

As a part of the achievements of the State Government in this regard, the Tribes Advisory Council has been reorganised and has been given a much more meaningful role in various matters that concern the development of tribal communities.

A special social security scheme named Samaj Sathi has been launched by the State Government for the tribal kendu leaf collectors and their families of Paschim Medinipur, Bankura and Purulia districts.

Under the scheme, any tribal kendu leaf collector between the age of 18 and 60 years may apply for registration free of cost. Once registered, the applicant and the applicant’s family would receive several social benefits.

To ensure employment during the lean season, during 2011 to 2014, Rs.13.48 crore was disbursed from the State Plan fund to create 6,29,547 man-days for kendu leaves collectors.

 

আদিবাসী উন্নয়নে নতুন দিশা দেখাল পশ্চিমবঙ্গ

আদিবাসী ভাই-বোনেদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ও সমস্যার গঠনমূলক সমাধানের জন্য ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করেছে।

রাজ্য সরকারের সাফল্যের একটি উদাহরণ হল পজাতি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন।

সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম ‘সমাজ সাথী’। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার আদিবাসী কেন্দু পাতা সংগ্রহকারীরা এই সুবিধা পাবেন।

এই প্রকল্পের আওতায় ১৮-৬০ বছর বয়সী কেন্দু পাতা সংগ্রহকারীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করার পর আবেদনকারী এবং আবেদনকারীর পুরো পরিবার বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা পাবে।

কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য ২০১১-২০১৪ সালের মধ্যে ৬ লক্ষ ২৯ হাজার ৫৪৭ শ্রমদিবস তৈরি করা হয়েছে।