ফেব্রুয়ারি ১২, ২০১৯
সব জেলা হাসপাতালে চালু হচ্ছে ট্রমা কেয়ার পরিষেবা
রাজ্যের সমস্ত জেলা হাসপাতালে ট্রমা কেয়ার পরিষেবা চালু হচ্ছে৷ হাসপাতালগুলিতে আপাতত যা পরিকাঠামো আছে, তার মধ্যেই নির্দিষ্ট একটি জায়গা বাছাই করে কয়েকটি বেড নিয়ে চালু করা হবে ট্রমা কেয়ার ইউনিট৷
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বলেন, “যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের নিয়ে কয়েকটি বেড নির্দিষ্ট করে প্রাথমিক ভাবে শুরু করে ট্রমা কেয়ার ইউনিট ঘাষণা করতে হবে৷ আরও যা প্রয়োজন সেটা স্বাস্থ্য দপ্তর ধীরে ধীরে দেবে৷ ইতিমধ্যে কয়েকটি জায়গায় নিউরোসার্জেন নিয়োগ করা হয়েছে | একসঙ্গে সব জায়গায় না হলেও যেখানে যেখানে আগে নিয়োজিত করা হবে সেখানে আগে ট্রমা কেয়ার পরিষেবা চালু হবে!”
দুর্ঘটনা বা আপৎকালীন পরিস্থিতিতে জেলার মানুষ যাতে দ্রুত পরিষেবা পান, রাজ্য সরকার সেই বিষয়ে এগিয়ে যেতে চায়।
সিঙ্গুর, বর্ধমান, আসানসোল, ইসলামপুর, খড়গপুর, উত্তরবঙ্গ মেডিক্যালে ট্রমা কেয়ারের কাজ চলছে৷ ফেব্রুয়ারির মধ্যে পুরোদস্তরভাবে শুরু হবে।
এসএসকেএমে এইমসের ধাঁচে আধুনিক ট্রমা কেয়ার সেন্টার তৈরীর কাজ জোরকদমে চলছে৷ যা পূর্ব ভারতের মধ্যে লেভেল ওয়ান ট্রমা কেয়ার সেন্টার হিসেবে গড়া হচ্ছে৷ মার্চের মধ্যেই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা৷ পেড়িয়ট্রিক সার্জেন, কার্ডিয়াক সার্জেন- সহ আরও একাধিক সুপার স্পেশ্যালিটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত থাকবেন৷ এমনকী চোয়াল ভেঙে গেলে ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারিও হবে৷
সৌজন্যেঃ আজকাল
ফাইল চিত্র