সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৯, ২০১৯

জঙ্গলমহলের যুবদের প্রশিক্ষনের মাধ্যমে করা হবে আরও কর্মমুখী

জঙ্গলমহলের যুবদের প্রশিক্ষনের মাধ্যমে করা হবে আরও কর্মমুখী

জঙ্গলমহলের যুবদের বর্তমান বাজারের সঙ্গে তাল মিলিয়ে আরও চাকরি পাওয়ার যোগ্য করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার নিল এক অভিনব সিদ্ধান্ত। সারা রাজ্যের আইটিআই কলেজে তাদের এক বছরের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

যেসকল পড়ুয়া অষ্টম শ্রেণী পাস করতে অকৃতকার্য হয়েছে তারাও যাতে এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসুচীতে যোগ দিতে পারে সেইজন্য কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর সম্প্রতি ইন্ডাকশন প্রশিক্ষন শুরু করবে।

এই প্রশিক্ষণে যারা সফলভাবে উত্তীর্ণ হবে, তাদের আইটিআই কলেজে ভর্তি নেওয়া হবে। এর ফলে তাদের স্বনির্ভর হওয়ার অনেক সুযোগ বৃদ্ধি হবে।

এই কর্মসূচীর কথা ঘোষণা করে মন্ত্রী বলেন, আইটিআই কলেজে পড়ুয়ারা দুভাবে ভর্তি হয়, কেউ অষ্টম শ্রেণীতে কৃতকার্য হয়ে আবার অনেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে।

এই অভিনব উদ্যোগের ফলে পড়ুয়াদের সংখ্যা বাড়বে।