অগাস্ট ১৪, ২০২২
যারা দেশপ্রেমের কথা বলছেন তারা স্বাধীনতার পাঁচটা গান গাইতে পারবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বেহালা পশ্চিমে দলীয় কর্মসূচিতে যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওখানে ওনার বক্তব্য :
• বাংলার প্রতিবছর ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষতি হয়
• দুই ২৪ পরগনার বাঁধ ভেঙেছে
• প্রতিবছর অনেক টাকা জলে যায়
• কেঁচো খুঁড়তে গোখরো বেরিয়ে পড়বে
• বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করব না
• সংবিধান পর্যুদস্ত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার
• পরশুদিন কেষ্টকে কেন গ্রেপ্তার করেছেন, ও কী করেছে
• দেশে অর্থনৈতিক স্বাধীনতা আছে কী
• প্রথমে আপনাকে বদনাম করে দিল, তারপর আর কিছু হল না
• ২০২৪-এ মোদি জিতবে না, তাই ওরা খেলা শুরু করেছে
• ঝাড়খণ্ডে সরকার ভাঙতে টাকা দেওয়া হয়েছে
• কেষ্টর বাড়িতে তাণ্ডব করা হয়েছে
• সিপিএম আমলে যে সব দুর্নীতি হয়েছে তার ফাইল পোড়ানো হয়েছে
• এখন গ্যাসের দাম, পেট্রলের দাম কত
• বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে ওসব চলবে না
• যারা দেশপ্রেমের কথা বলছেন তারা স্বাধীনতার পাঁচটা গান গাইতে পারবেন না
• পাবলিক সেক্টর বিক্রি করে দিচ্ছে বিজেপি
• সারদা কাণ্ড কাদের আমলে হয়েছে
• তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে
• দিল্লি গেলাম, বলছে সেটিং করতে গিয়েছি
• মহারাষ্ট্রে সরকার ভাঙা হল টাকা দিয়ে, এত টাকা কোথায় পাচ্ছে বিজেপি
• কেউ ভয় পাবেন না, এদের বিচার হবে জনতার আদালতে
• আমরা মরে যাব কিন্তু মাথা নত করব না
• আমাদের অফিসারদের ভয় দেখাচ্ছে, ওদের ডেকে পাঠিয়েছে