Latest News

January 19, 2017

Third edition of Bengal Global Business Summit to be biggest so far

Third edition of Bengal Global Business Summit to be biggest so far

This year, the third edition of Bengal Global Business Summit (BGBS) will be organised at Milan Mela, and will be the biggest summit so far. The  venue will have top-class facilities and security arrangements for delegates.

The state government laid no stone unturned to strongly promote the event. The city was decked up with hoardings and billboards displaying the objectives of BGBS and the tag line ‘Come to Bengal, Ride the growth’. The hoardings were seen on most of the busiest road crossings and intersections.

Port, mining and MSME will be the main areas of focus at the 2017 edition of the summit. The state government recently framed a Maritime Policy, with the help of global analytical company CRISIL. With that, the government has also opened the ways to widen ‘port-based industrialisation’ to give an edge to Bengal’s trade scenario.

Promoting the state as the possessor of the third largest ‘mineral resource’ across India, the Bengal government will look to get investment in mining sector as well. The Commerce and Industry department will promote sectors like textile, gems and jewellery, leather, jute, forging, casting, apparel and handicraft under MSMEs.

Startups are also in focus at the Summit this year. On 20 January, 2017, there will be a ‘Plenary Session on Start Ups & Entrepreneurship’ and on the second day, a special session on startups is scheduled.

 

এবছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এখনও পর্যন্ত সবথেকে বড়

আগামীকাল থেকে শুরু হচ্ছে তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দুদিনের এই সম্মেলন হবে মিলনমেলায়। চলবে শনিবার পর্যন্ত।

এই উপলক্ষে হোর্ডিং ও ব্যানারে সেজে উঠেছে গোটা কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে ব্যস্ততম ক্রসিংগুলোতে লাগানো হয়েছে এইসব হোর্ডিং। যার ট্যাগ লাইন হল ‘Come to Bengal, Ride the growth’. চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

২০১৭–‌র বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রধান আকর্ষণ দুটো— এক, চীন। আর দুই, উদ্ভাবনী নতুন ব্যবসা, শিল্প জগতে এখন ‘স্টার্ট আপ’ নামে যার পরিচয়। বন্দর, খনিজ শক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে। এছাড়াও যে বিষয়গুলিতে নজর দেওয়া হচ্ছে সেগুলি হল – জলপথ পরিবহন, অসামরিক বিমান পরিষেবা, গাড়ি, ক্রীড়া ও পরিকাঠামো বিষয়ক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মদক্ষতা, তথ্যপ্রযুক্তি, নগরোন্নয়ন, অরথ-আইন বিষয়ক ক্ষেত্র, পর্যটন ও বিনোদন ইত্যাদি।

সম্মেলনে উপস্থিত থাকবেন বিভিন্ন শিল্পক্ষেত্রের ২৫টি সংস্থার প্রতিনিধিরা। উদ্ভাবনী নতুন ব্যবসা স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি করার জন্যই বিশ্ব বঙ্গ সম্মেলনে স্টার্ট আপ–‌কে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতার ইনোভেশন পার্ক চিহ্নিত করে দিয়েছে স্থানীয় বেশ কিছু সম্ভাবনাময় স্টার্ট আপ। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্টার্ট আপ কর্ণধাররা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পারেন।

আগামী ২০ জানুয়ারি ‘Plenary Session on Start Ups & Entrepreneurship’ এর একটি সেশন হবে এবং সম্মেলনের দ্বিতীয় দিনে স্টার্টআপের ওপর একটি বিশেষ সেশন হবে।