May 8, 2017
Theme park dedicated to Satyajit Ray’s ‘Sonar Kella’ comes up in Newtown

Sonar Kella Udyan, a theme park dedicated to one of Satyajit Ray’s masterpieces, Sonar Kella has been recently inaugurated in Newtown in Kolkata.
Scenes from the film have been recreated at the park. The famous desert scene where Feluda, his nephew, Topshe and writer-friend Jatayu are crossing the desert on camel-back has been recreated with the help of models.
Then, there are models of cacti, associated with Jayatu’s famous question to Feluda on whether camels eat cacti after segregating thorns. There are date palm trees, wall paintings depicting some scenes from the film and many more things.
The desert of Rajasthan has been created impeccably.
সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লার’ আদলে থিম পার্ক নিউটাউনে
জোয় শহরের বিভিন্ন মণ্ডপে নানা থিম দেখে অভ্যস্ত মানুষ। তবে সে তো মাত্র চার দিনের দৃষ্টিসুখ। বছরভরই তেমন থিমের আনন্দ মিলবে নিউ টাউনে। সৌজন্যে, নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।
সংস্থাটি ওই অঞ্চলের সব ক’টি উদ্যানে সৌন্দর্যায়নের প্রকল্প হাতে নিয়েছে। বাগানগুলোকে মানুষের চোখে আকর্ষণীয় করে তুলতেই এই থিমের ভাবনা। শিশু অথবা বয়স্কদের পার্কগুলিকে এক এক রকম থিমে সাজিয়ে তোলার কাজ শুরুও হয়েছে।
শনিবার বিকেলে তেমনই একটি থিম-পার্কের সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিউটাউনের বিএ ব্লকের পার্কের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বিখ্যাত ছবি ‘সোনার কেল্লা’। সত্যজিৎ রায় পরিচালিত ওই ছবির কিছু দৃশ্য হাজির হয়েছে উদ্যানে।
পাঁচিলের গায়ে ফুটে উঠেছে সিনেমার নানা কিংবদন্তি হয়ে যাওয়া দৃশ্য। ছবিতে, ভাস্কর্যে পার্ক জুড়ে বিখ্যাত ফেলু-তোপসে-জটায়ু ত্রয়ীর দেখা মিলছে। ‘সোনার কেল্লা’র সেই রাজস্থানি মরুভূমির আবহ জীবন্ত করে তুলতে সওয়ারি-সহ উটের মূর্তিও বসেছে। শুধু চলচ্চিত্রের অনুকরণেই ভাস্কর্য বা ছবি নয়, পার্কে বসার জন্য মানানসই প্যাগোডাও থাকছে।
আশা করাই যায়, নিউ টাউনের পাশাপাশি শহরের অন্যান্য এলাকার মানুষের কাছেও পার্কগুলির আকর্ষণ বাড়াবে থিমের ব্যবহার।