সাম্প্রতিক খবর

অক্টোবর ২৫, ২০১৯

১০ গুণ পাচার কমল বাংলায়

১০ গুণ পাচার কমল বাংলায়

রাজ্য সরকারের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হল। ৩৫৭৯ থেকে ৩৫৭। হিসেব করলে ১০ গুণ। সময়ের ফারাক এক বছর। আর তাতেই এই অবিশ্বাস্য সাফল্য পেয়েছে বাংলা। সোমবার প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী ২০১৬ সালে যেখানে রাজ্যে পাচারের ঘটনা ছিল ৩৫৭৯টি, সেখানে ২০১৭ সালে তা ৩৫৭টি।

সচেতনতা বৃদ্ধি ও পুলিশের সক্রিয়তার ফলেই এসেছে এই সাফল্য। পাচারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তাদের গতিবিধির উপর লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি প্রচুর সচেতনতামূলক অনুষ্ঠান হচ্ছে, যার ফলে মানুষ এখন অনেক বেশী সজাগ। সে জন্য বহু ক্ষেত্রে পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। পঞ্চায়েত স্তরে ও গ্রামগুলিতে যে ভাবে সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে, তাতে সচেতনতা প্রচুর বেড়েছে। ‘আনসেফ মাইগ্রেশন’ অর্থাৎ কিছু না জানিয়ে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা কমেছে। এর সঙ্গে রয়েছে রাজ্যের পাচার প্রতিরোধে টাস্ক ফোর্সের ভূমিকা। তারাও পাচার নিয়ে অত্যন্ত ভালো কাজ করছে।

২০১৬ তেই পাচার রোধে পুলিশ স্বয়ংসিদ্ধা শুরু করেছিল। গত ৩০ জুলাই মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন, ‘আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। বাংলা হলো একমাত্র রাজ্য যেখানে চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং ডিরেক্টরেট ও আ্যন্টি ট্রাফিকিং টাস্ক ফোর্স চালু করা হয়েছে। বাংলার সরকার জেলা ও স্থানীয় স্তরে শিশু পাচার বিরোধী কমিটি চালায়। আমাদের সরকার স্বয়ংসিদ্ধা নামক প্রকল্পও চালায় মানবপাচার ও বাল্যবিবাহ রুখতে।’