সাম্প্রতিক খবর

অগাস্ট ৯, ২০১৯

বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ তথ্যপ্রযুক্তির দুই বৃহৎ কোম্পানির

বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ তথ্যপ্রযুক্তির দুই বৃহৎ কোম্পানির

বিশ্বের দুই বৃহৎ তথ্যপ্রযুক্তি কোম্পানি পরিকল্পনা নিয়েছে বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যপরিষেবা ও ই-গভর্ন্যান্সের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের সাহায্য করার।

মাইক্রোসফট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেন বাংলার তন্তুশিল্পীদের জন্য মাইক্রোসফট একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরী করবে। প্রকল্পের নামও ঠিক হয়ে গেছে, সঙ্গম এবং ই-ওয়েব।

মাইক্রোসফট এই তন্তু শিল্পীদের প্রশিক্ষণ দেবে বিভিন্ন দক্ষতা উন্নয়নের জন্য। এই উদ্যোগের ফলে প্রায় ৬ লক্ষ তন্তু শিল্পী উপকৃত হবেন। এর ফলে তাঁদের আয় প্রায় ২৫ শতাংশ বাড়বে।

অ্যামাজোন

ক্লাউড প্রযুক্তি পরিষেবা প্রদানকারী ই-কমার্স কোম্পানি অ্যামাজোনের অ্যামাজোন ওয়েব সার্ভিসেস প্রশিক্ষণ দেবে এবং স্টার্টআপদের ১ লক্ষ ডলার পর্যন্ত সহায়তা করবে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রের স্টার্টআপ সংস্থারা আধুনিক বিশ্বের চাহিদামত নিজেদের দ্রব্য তৈরী করতে পারবে।

এই ঘোষণা করেন রাজ্য শিল্প, বাণিজ্য ও অর্থমন্ত্রী অমিত মিত্র। চলতি বছরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে স্টার্টআপ সংস্থার উন্নয়ন ও বিকাশে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর এডব্লিউএস-এর সঙ্গে দুটি মউ সই করেছিল। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্প,বাণিজ্য ও অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে চুক্তি কর দুটি মউ এর মধ্যে একটি আজ কার্যকর হল। নিউটাউনে এডব্লিউএস-এর সহায়তায় জন্ম ও মৃত্যুর শংসাপত্র এখন অনলাইনে মিলছে। আমাদের রাজ্যে ৬ থেকে ৭ লক্ষ এমএসএমই সংস্থা রয়েছে। তারা কী ভাবে খরচ কমাতে পারে এবং আয় ও মুনাফা বাড়াতে পারে সে বিষয়ে সহায়তার জন্য আমি ওদের অনুরোধ করেছি। এছাড়া রাজ্যের গণবণ্টন ব্যবস্থা এবং সরকারি বিদ্যালয়গুলিতে ক্লাউড পরিষেবা চালু করার জন্যও অ্যামাজন-এর সহায়তা চাওয়া হয়েছে।’ তিনি জানান, রাজ্যের বিভিন্ন তথ্য প্রযুক্তি পার্কে ২৯৪ জন শিল্পোদ্যোগীকে বিশ্ব বাজারে তুলে ধরতে এডব্লিউএস-কে এগিয়ে আসার আর্জি জানানো হয়েছে।