July 20, 2016
Tantuja bags national award

Tantuja, a West Bengal Government undertaking that sells handloom and handicraft products, has won a national award from the Central Government.
The award of Rs 1.5 lakh will be given in Varanasi on the occasion of National Handloom Day on August 7, 2016.
Tantuja, the state handloom weavers society, continues to be in profit successfully for the third year, after a turnover and facelift was made on the initiative of West Bengal Chief Minister Mamata Banerjee.
জাতীয় পুরস্কার পেল তন্তুজ
তন্তুজ পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রাচীন তাঁত ও হস্তশিল্প । এবার জাতীয় পুরস্কার পাচ্ছে তন্তুজ।
২০১৫ সালের কেন্দ্রীয় সরকার থেকে জাতীয় পুরস্কার পেয়েছে এই সংস্থা। আগামী ৭ই আগস্ট জাতীয় তাঁত দিবস উপলক্ষে বারাণসীতে আয়োজিত হওয়া একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।
পুরস্কার বাবদ দেড় লক্ষ টাকা এবং একটি তাম্রপত্র স্মারক পাবে রাজ্য সরকার। কৃষি কর্মণ এবং নির্মল বাংলা প্রকল্পের পর বস্ত্র বিষয়ক ক্ষেত্রেও সাফল্য পেল মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার।