নভেম্বর ১১, ২০১৯
আয়ুষ্মান ভারতের চেয়ে বেশি জনবান্ধব বাংলার স্বাস্থ্য সাথী প্রকল্প

রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী বীমা প্রকল্প কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত বীমা প্রকল্পের থেকে বেশী জনবান্ধব ও জনপ্রিয়।
স্বাস্থ্য সাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। এই প্রকল্পটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ২০১৬ সালের ৩০ ডিসেম্বর চালু করে যা আয়ুষ্মান ভারত প্রকল্পের অনেক আগে শুরু হয়।
দেখে নিন কেন আয়ুষ্মান ভারতের চেয়ে বেশি জনবান্ধব বাংলার স্বাস্থ্য সাথী প্রকল্প:
স্বাস্থ্য সাথী | আয়ুষ্মান ভারত | |
তহবিল | ১০০ শতাংশ রাজ্য সরকার | মাত্র ৬০ শতাংশ কেন্দ্রীয় সরকার |
ব্যাপ্তি | ১.৫ কোটি পরিবার | ১.১২ কোটি পরিবার (উল্লেখ্য, এই পরিবারগুলি ইতিমধ্যেই স্বাস্থ্য সাথীর আওতাধীন) |
বাস্তবায়নের পদ্ধতি | স্মার্ট কার্ড যুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে | কোনও স্মার্ট কার্ড নেই |
কার্ডের খরচ | বিনামূল্যে স্মার্ট কার্ড | প্রতি জনের নথির প্রিন্ট আউটের জন্য ৩০ টাকা করে নেওয়া হয়, পাঁচ জনের পরিবারে ১৫০ টাকা |
মহিলা ক্ষমতায়ন | পরিবারের মহিলা সদস্যার নামে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। স্বামী ও স্ত্রী দুজনেরই গুরুজন ও সন্তান এই সুরক্ষার আওতায়। | এরকম কোনও ব্যবস্থা নেই |
হাসপাতালে ভর্তির পদ্ধতি | স্মার্ট কার্ডের জন্য কোনও দেরী হয় না | দেরীতে ভর্তি |
সর্বোপরি, স্বাস্থ্য সাথী প্রকল্পে স্বাস্থ্য দপ্তর উপভোক্তার সঙ্গে যোগাযোগ রাখে ও তাদের থেকে তাঁদের মতামত জানতে চায়। এই প্রকল্পের বাস্তবায়ন খুব স্বছতার সঙ্গে করা হয়।