সাম্প্রতিক খবর

নভেম্বর ১১, ২০১৯

আয়ুষ্মান ভারতের চেয়ে বেশি জনবান্ধব বাংলার স্বাস্থ্য সাথী প্রকল্প

আয়ুষ্মান ভারতের চেয়ে বেশি জনবান্ধব বাংলার স্বাস্থ্য সাথী প্রকল্প

রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী বীমা প্রকল্প কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত বীমা প্রকল্পের থেকে বেশী জনবান্ধব ও জনপ্রিয়।
স্বাস্থ্য সাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। এই প্রকল্পটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ২০১৬ সালের ৩০ ডিসেম্বর চালু করে যা আয়ুষ্মান ভারত প্রকল্পের অনেক আগে শুরু হয়।

দেখে নিন কেন আয়ুষ্মান ভারতের চেয়ে বেশি জনবান্ধব বাংলার স্বাস্থ্য সাথী প্রকল্প:

 

স্বাস্থ্য সাথী আয়ুষ্মান ভারত
তহবিল ১০০ শতাংশ রাজ্য সরকার মাত্র ৬০ শতাংশ কেন্দ্রীয় সরকার
ব্যাপ্তি ১.৫ কোটি পরিবার ১.১২ কোটি পরিবার (উল্লেখ্য, এই পরিবারগুলি ইতিমধ্যেই স্বাস্থ্য সাথীর আওতাধীন)
বাস্তবায়নের পদ্ধতি স্মার্ট কার্ড যুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে কোনও স্মার্ট কার্ড নেই
কার্ডের খরচ বিনামূল্যে স্মার্ট কার্ড প্রতি জনের নথির প্রিন্ট আউটের জন্য ৩০ টাকা করে নেওয়া হয়, পাঁচ জনের পরিবারে ১৫০ টাকা
মহিলা ক্ষমতায়ন পরিবারের মহিলা সদস্যার নামে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। স্বামী ও স্ত্রী দুজনেরই গুরুজন ও সন্তান এই সুরক্ষার আওতায়। এরকম কোনও ব্যবস্থা নেই
হাসপাতালে ভর্তির পদ্ধতি স্মার্ট কার্ডের জন্য কোনও দেরী হয় না দেরীতে ভর্তি

 

সর্বোপরি, স্বাস্থ্য সাথী প্রকল্পে স্বাস্থ্য দপ্তর উপভোক্তার সঙ্গে যোগাযোগ রাখে ও তাদের থেকে তাঁদের মতামত জানতে চায়। এই প্রকল্পের বাস্তবায়ন খুব স্বছতার সঙ্গে করা হয়।