সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২২, ২০১৯

মোদীর আয়ুষ্মান ভারতকে টক্কর দিয়ে আরও ৮৫ লক্ষ পরিবার রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে

মোদীর আয়ুষ্মান ভারতকে টক্কর দিয়ে আরও ৮৫ লক্ষ পরিবার রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে

গত বছর আয়ুষ্মান ভারত-স্বাস্থ্যসাথী মউয়ের সময় কেন্দ্র রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম বজায় রেখেই স্বাস্থ্যবীমা প্রকল্প ছড়িয়ে দিতে সহমত হয়। সেকথা জেনে প্রাথমিকভাবে রাজ্যও রাজি হয়। কিন্তু, এরপরই নরেন্দ্র মোদীর ছবি লাগানো কার্ড বিলিতে নেমেছে কেন্দ্র। তারপরই ‘আয়ুষ্মান ভারত’-স্বাস্থ্যসাথীর মৌ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প অনেক আগে এসেছে। যা করার আমরাই করেছি। কেন্দ্র কোনও টাকা দেয় না। ভবিষ্যতেও আমরাই করব।

সেই কথাই রাখলেন মুখ্যমন্ত্রী। শুধু কথা রাখাই নয়, সারা দেশের মধ্যে সম্ভবত তিনিই প্রথম কোনও মুখ্যমন্ত্রী যিনি প্রায় ১ কোটি ৫০ লক্ষ পরিবারের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প ছড়িয়ে দিতে চলেছেন। এমনকি কেন্দ্রের যা লক্ষ্যমাত্রা ছিল, ১ কোটি ১২ লক্ষ, সেই সংখ্যাকেও পিছনে ফেলে দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে ৫৪.৭৬ লক্ষ পরিবার রাজ্যের স্বাস্থ্যসাথীর উপভোক্তা। আরও ৯৫ লক্ষ পরিবারকে এই প্রকল্পে যুক্ত করতে চলেছেন তিনি।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর কেন্দ্রের লক্ষ্যমাত্রাকে টপকে আরও ৩৮ লক্ষ পরিবারের ঘরে পৌঁছে দিতে চলেছে স্বাস্থ্যসাথী প্রকল্প। শুধু তাই নয়, কেন্দ্রের কাছ থেকে এক টাকা না নিয়েও এই বিপুল সংখ্যক মানুষকে স্বাস্থ্যবীমা প্রকল্পে অন্তর্ভুক্ত করার খরচও বহন করতে চলেছে রাজ্য সরকারই। এ সংক্রান্ত নির্দেশনামা প্রকাশ করতে চলেছে সরকার। ৫৪.৭৬ লক্ষ থেকে ১ কোটি ৫০ লক্ষ পরিবারকে উপভোক্তা করার সিদ্ধান্ত নেওয়ায় স্বাস্থ্যসাথী প্রকল্পের সরাসরি সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হবে প্রায় সাড়ে সাত কোটি। সেজন্য রাজ্য সরকারের এই খাতে বাড়তি খরচ হবে ৮৫০ কোটি টাকারও বেশী।

সৌজন্যেঃ বর্তমান

ফাইল ফটো