সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১০, ২০১৯

বিপণীর মাধ্যমে জৈব মিষ্টি সবার কাছে পৌঁছে দেবে 'সুন্দরিনী'

বিপণীর মাধ্যমে জৈব মিষ্টি সবার কাছে পৌঁছে দেবে 'সুন্দরিনী'

সুন্দরবন অঞ্চল থেকে গোরুর খাঁটি অর্গ্যানিক দুধ সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে ইতিমধ্যেই জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছে সুন্দরিনী ন্যাচারালস। অর্গ্যানিক তথা রাসায়নিক-মুক্ত মিষ্টির উৎপাদনও শুরু করেছে তারা।

আপাতত হাতেগোনা কয়েকটি সরকারি স্টলে এই মিষ্টি পাওয়া যায়। ফলে ইচ্ছে থাকলেও অনেকে অর্গ্যানিক মিষ্টির স্বাদ উপভোগ করতে পারছেন না। সেই চাহিদা পূরণ করতে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে স্টলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তার জন্য সম্প্রতি বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।

শুরুতে শহরের মোট পাঁচটি জায়গায় ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে। এর মধ্য রয়েছে হালতু, মুচিপাড়া, ডায়মন্ড পার্ক, সন্তোষপুর এবং লেক মার্কেট। সংস্থার অধিকর্তা বাজারে যে মিষ্টি বিক্রী হয় তাতে নানা ধরনের রায়াসনিক প্রয়োগ করা হয়। কিন্তু সুন্দরিনীর মিষ্টিতে কোনও রাসায়নিক মেশানো হবে না। সে জন্য সাধারণ মিষ্টির তুলনায় এর দাম কিছুটা বেশী হবে। তবে সেটা অনেক বেশী স্বাস্থ্যকর হবে। সুন্দরিনীর অর্গ্যানিক মিষ্টি এবং মধু বিদেশেও পাঠানো হবে।

সৌজন্যেঃ এই সময়