May 12, 2017
Students of RBU attend CM’s administrative meeting at Howrah

Bengal Chief Minister Mamata Banerjee chaired an administrative review meeting in Howrah today. She reveiewed the work done by the district administration so far and inaugurated several projects including Uluberia Stadium and two Krishak Bazars.
For the first time, a delegation of students from Rabindra Bharati University attended this meeting. At the end of the meeting, the CM interacted with the students. They were elated to have been made a part of such a historic meeting and thanked the CM for inviting them.
During the meeting the CM reiterated that healthcare is not a commercial service. She urged upon private hospitals to serve people with humane touch. “Service cannot be sold. There is no alternative to service,” she said.
She also asked the police to be alert. “Few goondas from outside are trying to spread communal discord. The police must maintain law and order.”
Regarding the Dhulagarh incident, she said: “State Government is reconstructing the houses/shops affected in Dhulagarh. Compensation of Rs 2.5 crore has been paid. Few channels from Delhi showed one-sided report about Dhulagarh. They did not say any word on action taken by the Government.”
The Mamata Banerjee-led State Government was the first one to start district-wise administrative review meetings, in order to get a first-hand account of the latest developmental work.
হাওড়ায় প্রশাসনিক বৈঠকে আমন্ত্রিত হয়ে উৎফুল্ল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
আজ হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ জেলা প্রশাশনের অধিকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। প্রশাসনিক কাজকর্ম নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।
বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে আলোচনার সময় বলেন, “সেবা কখনো বিক্রি হয় না। সেবার কোন বিকল্প হয় না”।
তিনি আরও বলেন, “বাইরে থেকে কিছু গুন্ডা এসে সাম্প্রদায়িকতার নামে গণ্ডগোল করছে”। তাই এই বিষয়ে পুলিশকে নজর রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
ধুলাগড় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ধুলাগড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি/দোকান-গুলি পুনর্নির্মাণ করে দিচ্ছে রাজ্য সরকার। ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। দিল্লির একটা চ্যানেল ধুলাগড়ের ঘটনা নিয়ে যা ইচ্ছে তাই করে গেছে। সরকারের এই কাজগুলোর কথা তো তারা লেখেনি”।
ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারই প্রথম জেলায় জেলায় ব্লক স্তরে এই প্রশাসনিক বৈঠক চালু করেন। হাওড়ায় প্রশাসনিক বৈঠকে আমন্ত্রিত হয়ে উৎফুল্ল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।