সাম্প্রতিক খবর

জুন ২৮, ২০১৯

অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা বেড়েছে এই আমলে

অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা বেড়েছে এই আমলে

রাজ্যে মোট অঙ্গণওয়াড়ি কেন্দ্রের সংখ্যা হল ১ লক্ষ ১৯ হাজার ৪৮১টি। সেখানে মোট কর্মীর সংখ্যা হল ১ লক্ষ ০৭ হাজার ৬৬৫ জন। ২০১১ সালের ১৯ হাজার ৫০৬টি কেন্দ্রের নিজস্ব গৃহ ছিল। ২০১৯ সালে মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ১০৬টি।

সোমবার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য দেন নারী-শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা। তিনি বলেন, ২০১১ সালে অঙ্গনওয়াড়ি কর্মীরা সাম্মানিক ভাতা পেতেন তিন হাজার টাকা। তা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫০ টাকা। আর সহায়ক ২০১১ সালে পেতেন ১৫০০ টাকা। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০০ টাকা। বাম আমলের থেকে সাম্মানিক ভাতা অনেকটাই বেড়েছে।