নভেম্বর ১৪, ২০১৯
শাক সবজির বর্ধিত দামের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার: দিদি

আজ নবান্নে মুখ্যমন্ত্রী কৃষি দপ্তরের সঙ্গে একটি বৈঠক করেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
তার বক্তব্যের কিছু অংশ:
বাজারে চাষীদের থেকে যেটা কিনছে তার থেকে ৪গুণ বেশি দামে তারা বিক্রি করছে। সেটা যাতে না হয় তার জন্য অ্যাসোসিয়েশন গুলোকে, এবং কৃষিজমি অধ্যুষিত এলাকায় চেম্বারস গুলোকে আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি এবং তারা বলেছে আগামী কয়েকদিনের মধ্যেই এটা স্বাভাবিক করে দেবে। কিছু সবজি নষ্ট হয়েছে।
সবজিতো শুধু দঃ ২৪ পরগণায় হয় না সারা বাংলা জুড়ে হয়। পেঁয়াজটা সমস্যা আছে, কেন্দ্রীয় সরকার বাইরে থেকে এক্সপোর্ট করছেন। কিন্তু আমাদের সংস্থা “নাপেড”-এর সাথে কেন্দ্রীয় সরকারের একটা চুক্তি হয়েছিল যে তারা আমাদের পেঁয়াজ দেবে ২৫টাকা মুল্যে। কিন্তু ভারত সরকারের অর্গানাইজেশন এই চুক্তি ভায়ালেট করে পেঁয়াজটা দিচ্ছে না।
আমরা সুফল বাংলায় ৫৯টাকা করে বিক্রি করছি। আলু জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে উঠবে, আর জানুয়ারির ২য় সপ্তাহে উঠবে দঃ বঙ্গে। তিন-চারবার বৃষ্টি বেশি হওয়ায় আমাদের ক্ষতি হয়েছে। সেই জন্য আলুটা চাষীরা স্টোরেজ থেকে বার করে ১৩-১৪ টাকায় বিক্রি করছে। কিন্তু এখানে অনেক বেশি নিচ্ছে। এটা রিটেল মার্কেট-এ কেউ কেউ বদমাইশি করছে। এটা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, সিআইডি, এসপিএফ সেটা লক্ষ রাখবেন।
চাষীদের কথায় বাঁধাকপি ফুলকপিতে বৃষ্টির জল বেশি পড়লে সেটা আর বাড়তে পারেনা। কোথায় কোথায় তাই এটা নষ্ট হয়েছে। আবার কতগুলো জায়গায় সেটা পাওয়াও যাচ্ছে। আমরা ট্রাকের ব্যবস্থা করে দিচ্ছি যাতে সেগুলো তুলে এনে মার্কেটে বিক্রি করা যায় তার জন্য সমস্ত ব্যবস্থা আমরা নিয়েছি।
মনে করা হচ্ছে আগামী ৭/৮দিনের মধ্যে সবটাই স্বাভাবিক হয়ে যাবে। নতুন শস্য উঠবে। কিছু সমস্যা থাকলেও ত আমরা কাটিয়ে উঠবো। ফড়েদের কয়েক জন্য এই অবস্থার সুযোগ নিয়ে অসাধু ব্যবসা করছেন তাঁদের দিকে পুলিশকে নজর রাখতে বলা হয়েছে।