সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৭, ২০১৯

সারা রাজ্যে পর্যটনের প্রচার চালাবে রাজ্য

সারা রাজ্যে পর্যটনের প্রচার চালাবে রাজ্য

পর্যটক ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির সামনে বাংলার পর্যটনের সম্ভাবনাকে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। সম্প্রতি কলকাতায় রাজ্য সরকার আয়োজন করে ট্যুর অপারেটরদের ৩৫তম বার্ষিক কনভেনশন। গত আট বছরে যেহেতু কলকাতায় চোখে পড়ার মত উন্নয়ন হয়েছে রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে কলকাতাকে রাজ্যের পর্যটনের হাব করার।

রাজ্যের পর্যটনস্থলগুলির বৈচিত্র্য তুলে ধরতে পর্যটন দপ্তরের নতুন স্লোগান ‘সমুদ্র থেকে আকাশ’। বাংলায় একগুচ্ছ পর্যটন সার্কিট আছে এবং রাজ্য সরকার বেসরকারি সংস্থার সঙ্গে হেরিটেজ পর্যটনকে তুলে ধরতে চাইছে। রাজ্যের দক্ষিণ পশ্চিমে নদী, পাহাড় ও বনাঞ্চলে অ্যাডভেঞ্চার ও বনের পর্যটনকে তুলে ধরা হচ্ছে। ডুয়ার্সেও আছে পর্যটনের বিপুল সম্ভাবনা। কলকাতা থেকে দুর্গাপুর-আসানসোলের দুপাশে আছে আমোদ ভ্রমণ ও ব্যবসার সুযোগ।

সাংস্কৃতিক পর্যটনের জন্য রাজ্য সরকার বাংলার বিভিন্ন উৎসবকে উৎসাহ দিচ্ছে যেমন অক্টোবর মাসের দুর্গাপুজো, কালীপুজো, নভেম্বরে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ডিসেম্বরে ক্রিসমাস কার্নিভ্যাল, জানুয়ারিতে সঙ্গীতমেলা ইত্যাদি।

পর্যটন দপ্তর পরিকল্পনা করছে জানুয়ারি মাসে নদী উৎসব আয়োজন করার। এজন্য ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ সরকারের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া, রাজ্যের বিভিন্ন খাদ্যের প্রচারও করা হচ্ছে।

রাজ্যে ক্রুজে ভ্রমণ শুরু হয়েছে প্রায় ৫ বছরের বেশী সময় ধরে। সরকার পরিকল্পনা করছে আরও দুটি ক্রুজ কেনার ফলে মোট ক্রুজের সংখ্যা বেড়ে হবে ৬টি। আছে দুটি হাউসবোটও। এই হাউসবোটগুলি মীটিঙের জন্যও ভাড়া দেওয়া হয়। ঘুরে আসা যায় মুকুটমণিপুর বা চন্দননগরেও।