ফেব্রুয়ারি ২০, ২০১৯
সব্জি, ফলের হাব গড়বে রাজ্য

পশ্চিমের জেলাগুলিতে উচ্চ গুণমানের সব্জি ও ফলের হাব তৈরীর লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার৷ মারচেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক কৃষি আলোচনাসভায় এ কথা বলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী। তিনি বলেন, এই অঞ্চলের উৎপাদন গোটা রাজ্যের চাহিদা পূরণে সক্ষম। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের কাঁচামালের জোগানও এখান থেকে আসছে৷ এক্ষেত্রে তিনি রাজ্যের বণিক সমাজকে লগ্নির আহ্বান জানান৷
আলোচনাসভায় মন্ত্রী আরও বলেন, রাজ্যের ৬৮ শতাংশ মানুষ কৃষিজীবী৷ এর মধ্যে বেশীরভাগই ছোট ও মাঝারি কৃষক। বিভিন্ন সংস্থা যদি তাঁদের প্রযুক্তি, বাজার ও উৎপাদন সংক্রান্ত বিষয়ে সাহায্যের হাত বাড়ায়, তাহলে তাঁরা আরও ঝুঁকি নিতে পারবেন৷ যা আরও বেশী লাভজনক হবে! রপ্তানিও ভাল হবে৷ এ বিষয়ে তাঁদের রাজ্য সরকারও সাহায্য করছে, করবে৷
এই সভায় খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মুখ্য সচিব বলেন, রাজ্য সরকার চুঁচুড়ায় একটি উৎকর্ষ কেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে। ইজরায়েল থেকে প্রযুক্তিগত সাহায্য নেওয়া হবে৷ সভায় উপস্থিত ছিলেন মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট।
সৌজন্যেঃ আজকাল
ফাইল চিত্র