ফেব্রুয়ারি ১৭, ২০১৯
তিন জেলায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র খুলবে রাজ্য সরকার

মুর্শিদাবাদ, বর্ধমান এবং কলকাতায় অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা কেন্দ্র খুলবে রাজ্য সরকার। এই কেন্দ্রগুলিতে ক্যান্সার রোগীরা সাধ্যের মধ্যে অত্যাধুনিক পরিষেবা পাবেন।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সংলগ্ন বাবুরবাগ অঞ্চলে এই কেন্দ্রের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। নির্মাণ কাজ খুব শীঘ্র শুরু হবে। এই প্রকল্পের ব্যয় বহন করবে রাজ্য সরকার। কলকাতার কেন্দ্রটি হবে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং মুর্শিদাবাদের কেন্দ্রটি হবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
এই কেন্দ্রে থাকবে সার্জিকাল অঙ্কোলজি, মেডিক্যাল অঙ্কোলজি, নিউরো মেডিসিন, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, প্রিভেন্টিভ অঙ্কোলজি, রেডিওথেরাপি এবং ক্যান্সার ডায়াগনিস্টিক্স পরিষেবা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত সরকার চালিত হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছেন। তাঁর নির্দেশে সরকারি হাসপাতাল বিনামূল্য চিকিৎসা প্রদান করে রাজ্যবাসীকে। এই কেন্দ্রগুলি সেই উদ্যোগকে আরও উন্নত করবে।