December 13, 2017
State Govt to rope in industrialists to take on the role of brand ambassadors for Bengal

The State Industry Department is planning to approach prominent industrialists of Bengal to act as brand ambassadors for the state.
The State Government wants the industrialists themselves, who have benefitted from the state’s policies (and there are many of them), to speak about the policies and opportunities which exist in the Trinamool congress-ruled Bengal. Some of them have already participated in road shows organised by the State Government abroad.
The State Government is also approaching industry associations like CII, ASSOCHAM, FICCI, etc. to promote BGBS as well as Bengal as a business destination, generally.
Now, the State Government is primarily focussing on two things to attract investments from abroad – modern manufacturing facilities (as per the industry 4.0 standard) and the existence of some of top branded hotels in the state.
Internationally, Industry 4.0 is the standard now being followed for manufacturing industries, a standard which stresses on the use of information technology to make manufacturing much more efficient. The Bengal government wants the state to adopt this standard widely.
As for highlighting the hotels, the aim of the State Government is to highlight them in order to convince potential investors, as the presence of upscale hotels (where big-ticket investors can stay comfortably) is one of the prime markers of the industry-friendliness of a region.
শিল্পের প্রচারে শিল্পপতিদেরই কাজে লাগাতে উদ্যোগী রাজ্য
শিল্পে লগ্নি টানতে রাজ্যের সবচেয়ে বড় উৎসব বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে যেমন রাজ্যের বাইরের শিল্পপতিরা হাজির হন, তেমনই বিশেষ গুরুত্ব দেওয়া হয় রাজ্যের শিল্পপতিদেরও। এমনকি, যে ওয়েবসাইট খুলে রাজ্য সরকার বছরভর এই সম্মেলনের প্রচার করে, সেখানেও তুলে ধরা হয় রাজ্যের খ্যাতনামা শিল্পপতিদের বক্তব্য। তাঁরা এ রাজ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় কতটা স্বচ্ছন্দে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়ে নিজেদের অভিজ্ঞতা শিল্পপতিরা তুলে ধরেন ওই ওয়েবসাইটে।
এবার সেই কাজটিকেই আরও ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার। এবার রাজ্যের শিল্পপতিদেরই এক প্রকার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তুলে ধরার কাজে হাত দিচ্ছে শিল্প দপ্তর। গ্লোবাল বিজনেস সামিটের আগে যে লাগাতার প্রচারপর্ব চলছে, সেখানে শিল্পপতিরাই নিজেদের সাফল্যের কথা তুলে ধরুন, চাইছে শিল্প দপ্তর। তাহলে সেই প্রচার আরও জোরদার হবে বলে মনে করছে তারা। ইতিমধ্যেই বিদেশের কয়েকটা ‘রোড শো’য়ে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
সিআইআই, অ্যাসোচেম বা ফিকি’র মতো দেশীয় বণিকসভাগুলি সারা বছরই বিদেশে কিছু না কিছু অনুষ্ঠান করে থাকে। অথবা তারা বাইরের দেশে কোনও না কোনও অনুষ্ঠানে অংশ নেয়। সেই অনুষ্ঠানগুলিকে হাতিয়ার করে যাতে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলণের প্রচার চালানো যায়, সেই বিষয়টিতে জোর দিচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে তারা বণিকসভাগুলিতেও আর্জি জানিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের তরফে মন্ত্রী বা আমলারা যেখানে বিশ্বের দরবারে রোড শো করছেন, সেখানেও শিল্পপতিদের হাজির করার বিষয়ে আগ্রহী তারা।
জানা গিয়েছে, বিনিয়োগ টানার ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে আপাতত দুটি জিনিসের ওপর জোর দিচ্ছে সরকার। একটি হল আধুনিক প্রযুক্তির উৎপাদন শিল্প, অন্যটি রাজ্যের হোটেলগুলির দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রচার। বিশ্ব এখন ‘ইন্ডাস্ট্রি ৪.০’ নামে উৎপাদন শিল্প সংক্রান্ত স্ত্যন্ডার্ড মেনে চলেছে। এখানে তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে উৎপাদন শিল্প আরও আধুনিক। সেটিকে কীভাবে এখানে কাজে লাগানো যায়, সেদিকেই নজর রাজ্যের। এর পাশাপাশি রাজ্যে যে সমস্ত দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থা হোটেল ব্যবসা খুলেছে, তারা যাতে গ্রাহক টানতে পারে, তার জন্যও আন্তর্জাতিক স্তরে প্রচারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
Source: Bartaman