ফেব্রুয়ারি ১৬, ২০১৯
পরিবেশ-বান্ধব ট্রলি বাস চালু করতে চলেছে রাজ্য সরকার
পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন পর্ষদ, জার্মান উন্নয়ন সংস্থা, জিআইজেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কলকাতায় ট্রলি বাস চালু করার উদ্দেশ্যে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্সের সেশনে এই ঘোষণা করা হয়।
ট্রলি বাস ট্র্যাকহীন ট্রলি নামেও পরিচিত। এটি একটি যান যা ওভারহেড তারের মাধ্যমে ইলেকট্রিক থেকে শক্তি সঞ্চয় করে অথচ কোনও লাইনের ওপর দিয়ে যায় না এবং এর চাকা দুটি রবারের। এই যান থেকে কোনও দূষণ হয় না।
ট্রলি বাস অনেকটা কলকাতার গর্ব ট্রামের মত। বর্তমানের ট্রামের চলাচলের কিছু অংশ ব্যবহার করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
ফাইল চিত্র
জিআইজেড ক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ করে এবং ইতিমধ্যেই এই বিষয়ে গবেষণা করে রিপোর্ট জমা দিয়েছে। এক উচ্চাধিকারিক বলেন, ট্রলি বাস এসে ট্রামকে সরাবে না, বরং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, বিভিন্ন রুট সম্বন্ধে বিভিন্ন প্রস্তাব নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিন কলকাতায় চালু হবে মেট্রো রেলের নেটওয়ার্ক। সেটির সম্পূরক হিসেবে এই ট্রলি বাস করবে। নিউটাউন, বিধাননগর এবং সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে এটি চালানো যাবে মানুষের সুবিধার্থে।