Latest News

May 22, 2017

State Govt to initiate rainwater harvesting in Darjeeling

State Govt to initiate rainwater harvesting in Darjeeling

A comprehensive plan worth Rs 24 crore has been chalked out by the Bengal Government to give a huge relief to water-stressed people in Darjeeling. The State Government is all set to implement a rainwater harvesting project for slum dwellers in the hill town.

As part of the project, for nine months a year, slums in Darjeeling that are not connected to normal water supply will get access to water for drinking and washing.

The organisation, Global Climate Facility Funding is providing financial assistance for the project. This is for the first time that a rainwater harvesting project on such a scale is being implemented in the State. The Municipal Engineering Directorate is executing the project.

It may be mentioned that both the State Urban Development and Environment Departments have urged the urban local bodies to recycle waste water and practice rainwater harvesting to conserve this precious resource.

As an example, New Town Kolkata Development Authority (NKDA) is recycling waste water at roadside plants in the township.

 

 

দার্জিলিঙে রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের ভাবনা রাজ্য সরকারের

দার্জিলিঙে জল সমস্যা সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। পরিকল্পনা নেওয়া হয়েছে ২৪কোটি টাকা ব্যায়ে একটি রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের যা দার্জিলিঙের জল সমস্যার সমাধান করবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস আয়োজিত সাস্টেনেবেল ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ওপর একটি আলোচনা সভায় একথা জানান পরিবেশ দপ্তরের মুখ্য সচিব অর্ণব রায়।

এই প্রকল্পের খরচ বহন করবে গ্লোবাল ক্লাইমেট ফেসিলিটি ফান্ডিং। ইতিমধ্যেই টেন্ডার গ্রহনের কাজ শুরু হয়ে গেছে।

রাজ্য নগর উন্নয়ন দপ্তর ও পরিবেশ দপ্তর পুরসভাকে আর্জি জানিয়েছে রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের পাশাপাশি নোংরা জল রিসাইকেলের। প্রসঙ্গত, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটি ইতিমধ্যেই নোংরা জল পরিস্রুত করে পুনর্ব্যবহারের কাজ শুরু করে দিয়েছে।