সাম্প্রতিক খবর

নভেম্বর ১১, ২০১৯

দূষণ রুখতে বর্জ্যের পাহাড় ভাঙবে রাজ্য

দূষণ রুখতে বর্জ্যের পাহাড় ভাঙবে রাজ্য

পরিবেশ রক্ষায় এবার বর্জ্যের পাহাড় ভাঙার কাজ শুরু করল রাজ্য সরকার। আদালতের নির্দেশ মেনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর বর্জ্যের পাহাড় সরানোর কাজ করবে। এই কাজে সহযোগিতা করবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

রাজ্যের পরিবেশমন্ত্রী বলেন, এ নিয়ে ইতিমধ্যেই আমাদের বৈঠক হয়েছে। কাজও শুরু ধাপার মতো গোটা রাজ্যে এরকম ১০২টি বর্জ্যের পাহাড় বা বড় ভাগাড় রয়েছে। এদের ৯০ শতাংশের বেশী ভর্তি হয়েছে গিয়েছে। ফলে উপচে পড়ছে বর্জ্যের স্তূপ। আদালতের নির্দেশ, এই বর্জ্য-পাহাড় ভেঙে বিভিন্ন ধরনের বর্জ্যকে বিজ্ঞানসম্মত ভাবে পৃথক করতে হবে। পর্ষদের এক আধিকারিক জানান, আর্থমুভার দিয়ে ভাঙা হবে বর্জ্যের পাহাড়। তারপর একটি বিশেষ ধরনের যন্ত্রের মধ্যে দিয়ে পাঠানো হবে বর্জ্য, তাতে বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা হয়ে যাবে। এরমধ্যে জৈব পচনশীল অংশ থেকে জৈব সার তৈরী হবে। পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আলাদা হবে। ধাতু, ই-বর্জ্যগুলিও আলাদা ভাবে সংগ্রহ করা হবে। জৈব সারের পাশাপাশি বিদ্যুৎও তৈরী হবে বর্জ্য থেকে।

বর্জ্যের পাহাড় সরানোর পাশাপাশি রাজ্যের আটটি মডেল শহর এবং প্রতি জেলায় অন্তত তিনটি করে গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎস থেকেই কঠিন বর্জ্য পৃথকীকরণ, পৃথক ভাবে সংগ্রহ এবং পুনর্ব্যবহারের ব্যবস্থাও চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ করতেও পুলিশের সঙ্গে আলোচনা করেছে পর্ষদ।

সৌজন্যেঃ এই সময়