June 6, 2016
State Govt taking steps against potato hoarders

The Trinamool Congress Government has decided to act tough against middlemen and hoarders, who have been jacking up potato prices. Under the instruction of Chief Minister Mamata Banerjee, Agriculture Marketing Minister Tapan Dasgupta carried out a survey in various retail markets on Sunday. Apart from carrying out raids, the department officials may also sell potatoes at a controlled price.
On Sunday evening, the Minister met farmer leaders and asked them to keep a watch on the markets and identify people who are jacking up prices.”The Chief Minister has expressed her worries over the rise in price. She has also asked me to keep a close watch on the prices of other vegetables,” said Dasgupta.
He added, “After a few days, I will submit the final report to the Chief Minister, detailing the roadmap to check prices in retail markets. We cannot allow a certain section of traders to make the most out of this situation. We have already conveyed this to traders. If they do not desist from adopting unethical methods, we will take legal action against them.”
আলুর মূল্যবৃদ্ধি রুখতে লগ্নিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার
মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকার আলুর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে লগ্নিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তা রবিবার খুচরো বাজারে একটি সমীক্ষা করেন। এইধরনের রেড কড়া ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিয়ন্ত্রিত দামে আলু বিক্রির ব্যাপারেও নজর দেবেন।
আলুর মূল্যবৃদ্ধির ওপর কড়া নজর রাখতে রবিবার বিকেলে কৃষকদের সঙ্গে একটি বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী। মন্ত্রী এদিন জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী আলুর মুল্যবৃদ্ধি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অন্যান্য সবজির মূল্যবৃদ্ধির ওপরও কড়া নজর রাখছেন”।
তিনি আর বলেন, “কিছুদিন পর আমি খুচরো বাজারের দাম পরীক্ষা করে মুখ্যমন্ত্রীর কাছে ফাইনাল রিপোর্ট পেশ করব। আমরা একটি নির্দিষ্ট বিভাগের ব্যবসায়ীদের অনুমতি দেব না। আমরা ইতিমধ্যেই ব্যবসায়িদের সেকথা জানিয়ে দিয়েছি। যদি তারা আমাদের এই পদ্ধতি অনুসরণ না করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব”।