অক্টোবর ২০, ২০১৯
শিশুশ্রমে ইতি টানতে পরিকল্পনা রাজ্য শ্রম দপ্তরের

বিভিন্ন আবাসিক স্কুলের শিশুদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এজন্য ২০১৯-২০ সালে আবাসিক স্কুলগুলির জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ৫৩ লক্ষ টাকা।
চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট লেবার (প্রোহিবিশন অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ২০১৬-র নিয়ম অনুযায়ী শ্রম দপ্তর ইতিমধ্যেই কিশোরদের কাজের পরিবেশ নিয়ন্ত্রণের জন্য প্রক্রিয়া চালু করেছে পাশাপাশি ১৪ বছরের কম বয়সের শিশুদের কোনোরকম ক্ষতিকারক শিল্পে কাজ করা থেকে আটকাতে নজরদারি চালু করেছে।
উত্তর দিনাজপুর, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিমধ্যেই আবাসিক স্কুল চালু হয়ে গেছে। অন্যান্য অনেক জেলাতেও আবাসিক স্কুল চালু হতে চলেছে শিশুশ্রম চিরতরে বন্ধ করার জন্যে। এজন্য শ্রম দপ্তর ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে প্রতি জেলায় একটি করে স্কুলকে আবাসিক স্কুলে রূপান্তরিত করা হবে।
প্রসঙ্গত, গত অর্থবর্ষে জেলায় জেলায় আবাসিক স্কুল খোলার জন্য রাজ্য সরকার ৩৫.৪৯ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছিল। এবারের বাজেট বরাদ্দ আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশী।