অক্টোবর ২১, ২০১৯
২০৩০ সালের মধ্যে সমস্ত যানবাহনকে ই-যান করার লক্ষ্য রাজ্যের

কম কার্বন নির্গমনকারী পরিবহণ ব্যবস্থার জন্য সম্প্রতি কলকাতা কোপেনহেগান শহরে সিফর্টি পুরস্কার পায়। পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তির দিক দিয়ে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য।
রাজ্য পরিবহণ দপ্তর ব্লুপ্রিন্ট তৈরী করেছে আগামী ২০৩০ সালের মধ্যে শহরের সম্পূর্ণ পরিবহণ ব্যবস্থার জ্বালানী হিসেবে ইলেকট্রিক ব্যবহার করার। এই উদ্যোগ দেশের অন্যান্য মেট্রো শহরকে উৎসাহিত করবে।
ইতিমধ্যেই দূষণ কমাতে ৮০টি ই-বাস চালু করা হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। নিউ টাউনের আইটি হাবে শীঘ্রই ৫০টি ও হলদিয়া, দুর্গাপুর ও আসানসোলে ১০০টি ই বাস চালু হবে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ৫০০০ করা হবে সারা রাজ্যে এবং এর ফলে বার্ষিক ৭৮২৫৬০ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমবে।
এফএএমই – ২ প্রকল্পের অধীনে আনুমানিক ৩০০টি ই-বাস অর্ডার দেওয়া হয়েছে দূষণকারী বাস পরিবর্তনের জন্য।ই বাস ছাড়াও হুগলী নদীতে ব্যাটারি চালিত ফেরি পরিষেবা চালু করা হবে।
প্রসঙ্গত, রাজ্য সরকার ইযানের জন্য কলকাতায় ২৪১টি চার্জিং পয়েন্ট খুলছে।