নভেম্বর ১৬, ২০১৯
চাষযোগ্য জমির জন্য কন্টিঞ্জেন্সি প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য কন্টিঞ্জেন্সি প্ল্যান তৈরি করছে।
এই পরিকল্পনা তৈরি করা হবে কৃষি দপ্তরের রিপোর্ট অনুসারে। আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে ক্ষয়ক্ষতির হাল দেখে এই রিপোর্ট তৈরি করেছেন। ১১ ও ১৩ই নভেম্বর মুখ্যমন্ত্রী নিজেও বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে প্রশাসনিক বৈঠকে দেওয়া ওনার নির্দেশও এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
দপ্তরের রিপোর্ট অনুসারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মোট ৯.১৫ লক্ষ একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। টানা দুদিনের বৃষ্টি এই ক্ষতি আরও বাড়িয়েছে।
আমন ধান, আলু, আনাজ, ডাল, সর্ষে, ফুল, পান সবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ে। সবথেকে বেশী ক্ষতি হয়েছে ধান জমিতে। ৮.৩৫ লক্ষ হেক্টর ধান জমি ক্ষতিগ্রস্ত। এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের চাষিরা। ফুল ও পানেরও ক্ষতি হয়েছে। ১৯০০ একরের ফুল চাষের জমি ও সাড়ে ৫ হাজার হেক্টর পান চাষের জমি বিধ্বস্ত।
দেশের মধ্যে সবথেকে বেশী ধান উৎপাদন করে বাংলা এবং আলু চাষে দেশের দ্বিতীয় স্থানে রাজ্য। এই কন্টিঞ্জেন্সি প্ল্যানের মাধ্যমে কৃষকদের ক্ষয়ক্ষতির দিকটি সরকারের দিক থেকে দেখা হবে।