ফেব্রুয়ারি ১৬, ২০১৯
সুফল বাংলার পণ্যের আরও উন্নত প্যাকেজিং করবে রাজ্য

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ প্যাকেজিং এর সহায়তায় সুফল বাংলার পণ্যের আরও উন্নত মানের প্যাকেজিং করতে আগ্রহী কৃষি বিপণন দপ্তর।
প্রসঙ্গত, সুফল বাংলা প্রকল্প শুরু হয় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সঠিক মূল্যে তাজা সব্জী পাওয়ানো। পরবর্তী সময়ে ফল, প্রক্রিয়াজাত ফল, সুগন্ধী চাল, সর্ষের তেল, পশুপালন দপ্তরের তৈরী দুধ, ডেয়ারি পণ্য এবং প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের তৈরী মাংস এবং ডিম বিক্রয় শুরু হয়।
কিছু সুফল বাংলা বিপণন কেন্দ্র স্থায়ী এবং কিছু মোবাইল। মোবাইল বিপণন কেন্দ্রের সংখ্যা পঞ্চাশেরও বেশী। স্থায়ী কেন্দ্রের সংখ্যা আগামী মার্চ মাসের মধ্যে ১৫০ হবে। এই মুহূর্তে ৭৮ ধরণের পণ্য পাওয়া যায় রাজ্যে।
হোম ডেলিভারির জন্য দপ্তর ইতিমধ্যেই অ্যাপ নির্ভর পরিষেবাও শুরু করেছে। সুফল বাংলার ওয়েবসাইটে প্রতিটি পণ্যের দামও দেওয়া আছে।
ফাইল চিত্র