জুলাই ২৩, ২০১৯
প্লাস্টিক ব্যাগের উপযুক্ত বিকল্প খুঁজছে রাজ্য সরকার

এই মুহূর্তে বিশ্বজুড়ে দূষণের অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে এই প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে খুবই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার ইতিমধ্যেই এই প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশিকা জারি করেছে।
এবার পুর বিষয়ক দপ্তর প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে দুটি বস্তুকে পরীক্ষা করছে। পুর বিষয়ক দপ্তরের সচিব জানান, সেগুলি হল, পলিল্যাক্টিক অ্যাসিড ও স্টার্চ-বেসড ব্যাগ। আগামী চার পাঁচ মাসের মধ্যেই এই পরীক্ষার ফলাফল জানা যাবে।
ইতিমধ্যেই বিভিন্ন পুরসভা মানুষকে প্লাস্টিক ব্যবহার থেকে বিরত করার চেষ্টা করছে। সবথেকে কম প্লাস্টিক ব্যবহার সহ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বোরোভিত্তিক একটি প্রতিযোগিতা করেছে কলকাতা পুরসভা।
প্লাস্টিক ব্যবহার কমানোর নানা উপায়ের জন্য শহরের বিভিন্ন বাজারের নানা সংগঠনের সঙ্গে শীঘ্রই বৈঠক করবে কলকাতা পুরসভা। স্কুল পড়ুয়াদের মধ্যে প্লাষ্টিক ব্যবহার কমাতে সচেতনতা অভিযানও চালানো হবে।