Latest News

December 12, 2017

State Govt issues guidelines for private schools in Bengal

State Govt issues guidelines for private schools in Bengal

In light of the recent untoward incidents in some private schools in Kolkata, the State Government yesterday issued a set of guidelines for such schools in Bengal to follow.

The guidelines were the result of a meeting between the State School Education Department and representatives of private schools.

1. All schools must put up adequate number of CCTV cameras. No area of a school, other than the bathrooms, should be outside the range of CTV cameras.

2. Girls’ schools must have adequate number of ayahs. This is particularly important for schools with male teachers to observe.

3. In school buses for girls, there must be female attendants alongside male attendants.

4. As long as there are students in a school, there must be security personnel too.

 

বেসরকারি স্কুলে অনভিপ্রেত ঘটনায় লাগাম টানতে নয়া নির্দেশিকা

সদ্য রাজ্যের কয়েকটি বেসরকারি স্কুলে ঘটে যাওয়া কিছু অনভিপ্রেত ঘটনার জেরে বেসরকারি স্কুলগুলির উপর বেশ কিছু নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বৈঠকে বিভিন্ন স্কুলে ঘটে যাওয়া ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে উৎকণ্ঠা প্রকাশ করা হয়। এই ঘটনা যাতে আগামিদিনে না ঘটে তার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওযা হয়েছে।

১. স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি লাগাতে হবে। বাথরুম ছাড়া স্কুলের কোনও অংশকেই সিসিটিভির আওতার বাইরে রাখা যাবে না।

২. মেয়েদের স্কুলে যথেষ্ট পরিমাণে আয়া রাখতে হবে। বিশেষত পুরুষ টিচার রয়েছেন এমন স্কুলগুলির ক্ষেত্রে এটি বাধ্যতামূলক।

৩. মেয়েদের স্কুল বাসে এবার থেকে পুরুষের পাশাপাশি মহিলা অ্যাটেন্ডারও রাখতে হবে।

৪. স্কুলে পড়ুয়া থাকাকালীন নিরাপত্তা রক্ষীও রাখতে হবে।

 

Source: biswabanglasangbad.com